ফেনীতে বালু উত্তোলন বন্ধে টাস্কফোর্সের অভিযান, ১০১টি মেশিন জব্দ

আপলোড সময় : ০১-০১-২০২৫ ১১:৫৩:১৩ পূর্বাহ্ন , আপডেট সময় : ০১-০১-২০২৫ ১১:৫৩:১৩ পূর্বাহ্ন

ফেনীর ছাগলনাইয়া উপজেলায় ফেনী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে টাস্কফোর্স অভিযান পরিচালনা করা হয়েছে। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ছাগলনাইয়া উপজেলার সোনাপুর এলাকায় এই অভিযান পরিচালিত হয়, যেখানে ২৬টি বালু উত্তোলন মেশিন ও বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। এসব মেশিন ও সরঞ্জামের আনুমানিক বাজার মূল্য প্রায় ৩৯ লাখ টাকা। পরে এসব জব্দকৃত মেশিন ছাগলনাইয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) হেফাজতে রাখা হয়েছে।

এ অভিযানে অংশ নেয় ফেনী ব্যাটালিয়নের (৪ বিজিবি) ২০ জন সদস্য, সেনাবাহিনীর ১০ জন সদস্য ও ছাগলনাইয়া থানার ৭ জন পুলিশ সদস্য।

গত এক মাসে ফেনী জেলায় পৃথক চারটি অভিযানে মোট ১০১টি মেশিন এবং ১৯ লাখ ৬০ হাজার ফুট বালু জব্দ করা হয়েছে। এসব বালুর আনুমানিক মূল্য প্রায় ৩ কোটি ৮ লাখ ৫০ হাজার টাকা।

বিজিবির ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন জানান, সীমান্ত নিরাপত্তা রক্ষা, চোরাচালান বন্ধ ও অবৈধ বালু উত্তোলন প্রতিরোধে বিজিবি নিয়মিত কার্যক্রম পরিচালনা করছে। তিনি আরও বলেন, আগামীতেও অবৈধ বালু উত্তোলন বন্ধে বিজিবি সচেষ্ট থাকবে।


অফিস :

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. admin@mytvbd.tv