লন্ডন যাচ্ছেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া

আপলোড সময় : ২৯-১০-২০২৪ ০৫:১০:৫৮ অপরাহ্ন , আপডেট সময় : ২৯-১০-২০২৪ ০৫:১০:৫৮ অপরাহ্ন
চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া শিগগিরই যুক্তরাজ্যে যাবেন। এ বিষয়ে ইতোমধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়কে অবগত করা হয়েছে। 

খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, লন্ডনের কয়েকটি হাসপাতালে তার চিকিৎসার জন্য যোগাযোগ করা হয়েছে।

জাহিদ হোসেন আরও জানান, খালেদা জিয়ার শারীরিক অবস্থা বেশ জটিল। চিকিৎসকদের মতে, তাকে এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়ার প্রয়োজন, যেখানে জরুরি চিকিৎসা সহায়তার সব ব্যবস্থা থাকবে। 

যুক্তরাজ্যে শীত তীব্র হওয়ার আগেই তাকে সেখানে নেওয়ার জন্য প্রস্তুতি চলছে। এজন্য বিশেষায়িত এয়ার অ্যাম্বুলেন্স ভাড়া করার বিষয়েও পদক্ষেপ নেওয়া হচ্ছে।

এর আগে, আওয়ামী লীগ সরকারের সময় দুর্নীতির দুই মামলায় কারাদণ্ডপ্রাপ্ত খালেদা জিয়া দীর্ঘ সময় কারাবন্দি ছিলেন। পরে, শেখ হাসিনার সরকার খালেদা জিয়ার মুক্তি নির্বাহী আদেশে মঞ্জুর করে, তবে বিদেশে চিকিৎসার অনুমতি দেওয়া হয়নি। দেশেই তার চিকিৎসা করাতে বাধ্য হন চিকিৎসকরা, এবং একাধিকবার তাকে হাসপাতালে ভর্তি হতে হয়।

/এসআইপি


অফিস :

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. admin@mytvbd.tv