প্রতিরক্ষামন্ত্রীর পদ হারান, এবার ছাড়লেন এমপি পদও

আপলোড সময় : ০২-০১-২০২৫ ১১:৫৬:৩৪ পূর্বাহ্ন , আপডেট সময় : ০২-০১-২০২৫ ১১:৫৬:৩৪ পূর্বাহ্ন
ইসরায়েলের সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ত পার্লামেন্ট থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। বুধবার স্থানীয় সময় এক ভিডিও বার্তায় তিনি এ সিদ্ধান্ত জানান। বিষয়টি নিশ্চিত করেছে বার্তা সংস্থা রয়টার্স।

ভিডিও বার্তায় গ্যালান্ত বলেন, "যুদ্ধক্ষেত্রের মতো জনসেবার ক্ষেত্রেও কখনও কখনও স্থির হয়ে পরিস্থিতি মূল্যায়ন করা এবং লক্ষ্য অর্জনের জন্য একটি সঠিক দিক বেছে নেওয়া প্রয়োজন।"

গ্যালান্তের পদত্যাগের পেছনে রয়েছে দীর্ঘদিন ধরে চলা মতপার্থক্য। গত বছরের নভেম্বরে গাজায় যুদ্ধ পরিচালনার পদ্ধতি নিয়ে মতবিরোধের কারণে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তাকে প্রতিরক্ষামন্ত্রীর পদ থেকে বরখাস্ত করেছিলেন। তবে এরপরও গ্যালান্ত সংসদ সদস্য হিসেবে নেসেটে তার আসন ধরে রেখেছিলেন।

ইসরায়েলের রাজনীতিতে গ্যালান্ত প্রায়ই আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন। তিনি প্রধানমন্ত্রী নেতানিয়াহু ও সরকারের কট্টরপন্থী সদস্যদের বিভিন্ন বিষয়ে প্রকাশ্যে সমালোচনা করতেন। তার এসব মন্তব্য একাধিকবার তাকে রাজনৈতিক বিতর্কে জড়িয়েছে।


অফিস :

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. admin@mytvbd.tv