বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহসহ তিনজনের ফেসবুক আইডি নষ্ট করে দেওয়ার অভিযোগ উঠেছে। সংগঠনটির সমন্বয়ক মাহিন সরকার বুধবার দিবাগত রাত পৌনে ১টার দিকে ইনডিপেনডেন্ট টেলিভিশনকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, অন্যান্য সমন্বয়কদের ফেসবুক আইডি নিরাপত্তার জন্য ডিসঅ্যাবলড করে রাখা হয়েছে।
মাহিন সরকার বলেন, "বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ, চট্টগ্রামের সমন্বয়ক খান তালাত রাফী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরের সভাপতি সাদিক কায়েমের ফেসবুক আইডি রিপোর্ট করে নষ্ট করা হয়েছে। আমরা আমাদের আইডি নিরাপত্তার জন্য ডিসঅ্যাবলড করে রেখেছি।" তবে তিনি জানান, কে বা কারা এই রিপোর্ট করেছে, সে বিষয়ে তিনি কিছু জানাতে পারেননি।
এছাড়া, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলাম এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদের ফেসবুক আইডি সচল রয়েছে, এমন তথ্যও দেন মাহিন সরকার। তিনি জানান, "জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলমসহ আমরা আমাদের আইডির নিরাপত্তার জন্য তা ডিসঅ্যাবলড করে রেখেছি।"
তবে, বুধবার দিবাগত রাত দেড়টা পর্যন্ত আসিফ মাহমুদের আইডি খুঁজে পাওয়া না গেলেও, তাঁর পেজটি সক্রিয় ছিল। এর আগে, বুধবার সন্ধ্যা থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শীর্ষ সমন্বয়কদের ফেসবুক আইডি ও পেজগুলো খুঁজে পাওয়া যাচ্ছিল না।
এদিকে, উপদেষ্টা নাহিদের পরামর্শক ফাইজ তাইয়্যেব আহমেদ তাঁর ফেসবুক আইডিতে এক স্ট্যাটাসে বলেন, "যেসব আইডি ডাউন করা হয়েছে সেগুলোর লিংক দিন।"
মাহিন সরকার বলেন, "বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ, চট্টগ্রামের সমন্বয়ক খান তালাত রাফী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরের সভাপতি সাদিক কায়েমের ফেসবুক আইডি রিপোর্ট করে নষ্ট করা হয়েছে। আমরা আমাদের আইডি নিরাপত্তার জন্য ডিসঅ্যাবলড করে রেখেছি।" তবে তিনি জানান, কে বা কারা এই রিপোর্ট করেছে, সে বিষয়ে তিনি কিছু জানাতে পারেননি।
এছাড়া, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলাম এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদের ফেসবুক আইডি সচল রয়েছে, এমন তথ্যও দেন মাহিন সরকার। তিনি জানান, "জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলমসহ আমরা আমাদের আইডির নিরাপত্তার জন্য তা ডিসঅ্যাবলড করে রেখেছি।"
তবে, বুধবার দিবাগত রাত দেড়টা পর্যন্ত আসিফ মাহমুদের আইডি খুঁজে পাওয়া না গেলেও, তাঁর পেজটি সক্রিয় ছিল। এর আগে, বুধবার সন্ধ্যা থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শীর্ষ সমন্বয়কদের ফেসবুক আইডি ও পেজগুলো খুঁজে পাওয়া যাচ্ছিল না।
এদিকে, উপদেষ্টা নাহিদের পরামর্শক ফাইজ তাইয়্যেব আহমেদ তাঁর ফেসবুক আইডিতে এক স্ট্যাটাসে বলেন, "যেসব আইডি ডাউন করা হয়েছে সেগুলোর লিংক দিন।"