ডাক মেরে লজ্জার নতুন রেকর্ড গড়লেন লিটন দাস

আপলোড সময় : ০২-০১-২০২৫ ০২:২৫:০৬ অপরাহ্ন , আপডেট সময় : ০২-০১-২০২৫ ০২:২৫:০৬ অপরাহ্ন
ব্যাট হাতে লিটন কুমার দাসের সময়টা ভালো যাচ্ছে না। দেশের মাটিতে একদফা দল থেকে বাদ পড়েছিলেন, এরপর জাতীয় দলে ফিরলেও নিজের পুরনো ছন্দে ফিরে আসতে পারেননি। ক্যারিবিয়ানদের বিপক্ষে সিরিজেও তার পারফরম্যান্স ছিল মলিন। বিপিএলে প্রথম ম্যাচে কিছুটা রান পেলেও পরবর্তী ম্যাচে আবার ডাক মেরে ফিরেছেন। আর এতে বিপিএলের ইতিহাসে নতুন একটি লজ্জা পেতে হয়েছে তাকে।

বাংলাদেশ প্রিমিয়ার লিগে তার ক্যারিয়ারে টপ অর্ডারে সবচেয়ে বেশি ডাক (শূন্য রানে আউট) রয়েছে। বিপিএলের ১১ আসরের মধ্যে লিটন টপ অর্ডারে ১০বার ডাক মেরেছেন। এই লজ্জায় তিনি পাশে পাচ্ছেন তার প্রতিপক্ষ এনামুল হক বিজয়কে, যিনি ১ থেকে ৩ নম্বর ব্যাটিং পজিশনে ১০টি ডাক মারেন। তবে, যদি বিজয় আজকের ম্যাচে শূন্য রানে আউট হন, তবে এই রেকর্ডে এককভাবে শীর্ষে চলে আসবেন তিনি।

কিন্তু, ব্যাটিং পজিশন হিসেব বাদ দিলে বিপিএলে সবচেয়ে বেশি ডাক মেরেছেন এনামুল হক বিজয়। তিনি ১২১ ম্যাচ খেলে ১৩ ফিফটির পাশাপাশি ১৩টি ডাকও মেরেছেন। সৌম্য সরকার ও মাশরাফি বিন মর্তুজা যথাক্রমে ১১টি ডাক মেরেছেন। এর পরেই আছেন লিটন কুমার দাস, যাঁর ডাক সংখ্যা এখন ১০।

লিটনের দুঃসময়টা আলাদা করে বলতে হয়। ৬ ম্যাচের মধ্যে ৩বার শূন্য রানে সাজঘরে ফিরে তিনি এখন বাজে সময় পার করছেন। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টি সিরিজেও দুটি ডাক ছিল তার। আজ বিপিএলে তিনি ৫ বলে শূন্য রান করে আউট হয়েছেন। তাসকিন আহমেদের বলে ইয়াসির আলির রাব্বির হাতে ক্যাচ দিয়ে ফিরেন তিনি।

এছাড়া, গত বছরে ওয়ানডে ফরম্যাটেও লিটন দাস একাধিক ডাকের সম্মুখীন হয়েছেন। বাংলাদেশের হয়ে ওয়ানডেতে সবচেয়ে কম ইনিংসে ১৫টি ডাক মেরেছেন তিনি। এখন ক্রিকেট ভক্তরা অপেক্ষা করছেন, কবে আবার নিজের পুরনো ছন্দে ফিরে রানের ঘরে ফিরবেন লিটন।


Chairman & Managing Director : Nasir Uddin

Director News & Broadcast : Zeker Uddin Samrat

 __________________________________________________________

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. news@mytvbd.tv