নতুন বছর উদযাপন করতে মেতে উঠেছে টলিউড থেকে বলিউডের তারকারা, এবং তাদের অনেকের উদযাপনই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। বিশেষ করে আলিয়া ভাট ও রণবীর কাপূরের সপরিবারে বর্ষবরণের মুহূর্ত কিংবা বিরাট কোহলি ও অনুষ্কা শর্মার অস্ট্রেলিয়ার রাস্তায় ঘোরাঘুরি নজর কেড়েছে। তবে সোনাক্ষী সিনহা ও জাহির ইকবালের নববর্ষ উদযাপনও নেটিজেনদের দৃষ্টি আকর্ষণ করেছে।
অস্ট্রেলিয়ায় খ্রিস্টিয় নববর্ষ উদযাপন করতে গিয়ে নিজেরা একটি বিশেষ ভিডিও শেয়ার করেছেন সোনাক্ষী ও জাহির। ভিডিওতে আতসবাজির আলো ও রোশনাইয়ের মাঝে তাদের মিষ্টি মুহূর্ত দেখা যায়। ভিডিওটির ক্যাপশনে তারা লিখেছেন, "আমাদের নতুন বছর হয়ে গিয়েছে।" কিন্তু এই ভিডিও দেখে কিছু নেটিজেন তাদের সমালোচনা করেছে। একজন মন্তব্য করেছে, "দীপাবলিতে বাজি দূষণ ছড়ায়, কিন্তু নববর্ষের সময়ে কিছুই হয় না। এটাই তো ভণ্ডামি।"
এছাড়া, সোনাক্ষী ও জাহিরের সম্পর্কের সূত্রপাত সালমান খান ও তার বন্ধুর পার্টিতে। সোনাক্ষী তার বলিউড ক্যারিয়ার শুরু করেন সালমানের হাত ধরে, আর জাহিরও সালমানের প্রযোজনায় "নোটবুক" ছবিতে অভিনয় শুরু করেন। তাদের বিয়েতে সালমান খান উপস্থিত ছিলেন, যা আরও একবার প্রমাণিত হয় যে, ভাইজানের সঙ্গেই তাদের সম্পর্কের গভীরতা।
অস্ট্রেলিয়ায় খ্রিস্টিয় নববর্ষ উদযাপন করতে গিয়ে নিজেরা একটি বিশেষ ভিডিও শেয়ার করেছেন সোনাক্ষী ও জাহির। ভিডিওতে আতসবাজির আলো ও রোশনাইয়ের মাঝে তাদের মিষ্টি মুহূর্ত দেখা যায়। ভিডিওটির ক্যাপশনে তারা লিখেছেন, "আমাদের নতুন বছর হয়ে গিয়েছে।" কিন্তু এই ভিডিও দেখে কিছু নেটিজেন তাদের সমালোচনা করেছে। একজন মন্তব্য করেছে, "দীপাবলিতে বাজি দূষণ ছড়ায়, কিন্তু নববর্ষের সময়ে কিছুই হয় না। এটাই তো ভণ্ডামি।"
এছাড়া, সোনাক্ষী ও জাহিরের সম্পর্কের সূত্রপাত সালমান খান ও তার বন্ধুর পার্টিতে। সোনাক্ষী তার বলিউড ক্যারিয়ার শুরু করেন সালমানের হাত ধরে, আর জাহিরও সালমানের প্রযোজনায় "নোটবুক" ছবিতে অভিনয় শুরু করেন। তাদের বিয়েতে সালমান খান উপস্থিত ছিলেন, যা আরও একবার প্রমাণিত হয় যে, ভাইজানের সঙ্গেই তাদের সম্পর্কের গভীরতা।