কঙ্গোতে বিদ্রোহীদের হামলায় নিহত ১২

আপলোড সময় : ০২-০১-২০২৫ ০৪:৫০:১২ অপরাহ্ন , আপডেট সময় : ০২-০১-২০২৫ ০৪:৫০:১২ অপরাহ্ন

আফ্রিকার কঙ্গোর পূর্বাঞ্চলে এডিএফ (এলাইড ডেমোক্র্যাটিক ফোর্স) বিদ্রোহীদের হামলায় কমপক্ষে ১২ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। স্থানীয় সূত্রের বরাতে বুধবার (২ জানুয়ারি) এ তথ্য জানায় এএফপি।

স্থানীয় কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, দেশটির একটি প্রদেশের দুই স্থানে এই হামলা চালানো হয়। বিলেনদু গ্রামে বিদ্রোহীদের হাতে কমপক্ষে আটজন নিহত হন। মাঙ্গোয়া গ্রামে আরও চারজনকে হত্যা করে তারা।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, হামলার সময় দুটি গ্রামেই বেশ কয়েকটি বাড়িতে অগ্নিসংযোগ করে বিদ্রোহীরা।

এর আগে, গত ক্রিসমাসের সময় উত্তর কিভু প্রদেশে এডিএফের সিরিজ হামলায় ২১ জন নিহত হয়। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই আবারও এ ধরনের হামলা পরিস্থিতিকে আরও উত্তপ্ত করেছে।

উল্লেখ্য, ১৯৯০ সালের মাঝামাঝি থেকে এডিএফ কঙ্গোর উত্তর-পূর্বাঞ্চলে সক্রিয়। তাদের কার্যক্রমে কয়েক হাজার বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছে।


অফিস :

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. admin@mytvbd.tv