আর্জেন্টিনায় ধসে পড়ল ১০ তলা হোটেল

আপলোড সময় : ৩০-১০-২০২৪ ০৮:৪৬:৩১ পূর্বাহ্ন , আপডেট সময় : ৩০-১০-২০২৪ ০৮:৪৬:৩১ পূর্বাহ্ন
আর্জেন্টিনায় একটি হোটেল ধসে পড়ে একজনের মৃত্যু হয়েছে এবং আরো কয়েকজন ধ্বংসাবশেষের নিচে আটকা পড়েছে বলে ধারণা করা হচ্ছে। স্থানীয় সময় মঙ্গলবারের শুরুতে উপকূলীয় শহর ভিলা গেসেলে ১০ তলা ডুব্রভনিক হোটেল ধসে পড়ে। স্থানীয় পৌরসভার উদ্ধৃতি দিয়ে রয়টার্স এসব তথ্য জানিয়েছে।ধসের সময় হোটেলটির ভেতরে প্রায় ১৫ জন অবস্থান করছিল বলে ধারণা করা হচ্ছে।সম্প্রতি হোটেলটির সংস্কারকাজ চলছিল। উদ্ধারকারী দল দুর্ঘটনাস্থলে উপস্থিত হয়ে আটকে পড়া মানুষদের উদ্ধার করার চেষ্টা চালাচ্ছে। ৮০ বছরের এক বৃদ্ধ এ দুর্ঘটনায় মারা গেছেন বলে স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে।
এ ছাড়া স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, হোটেলটিতে উপযুক্ত অনুমতি ছাড়া সংস্কারকাজ চলায় পৌরসভার নির্দেশে আগস্ট মাসে কাজ বন্ধ করে দেওয়া হয়েছিল।

তবে প্রতিবেশীরা সাংবাদিকদের জানিয়েছে, স্থগিতাদেশের তোয়াক্কা না করেই ভবনের কাজ চালিয়ে যাওয়া হচ্ছিল।আর্জেন্টিনার জাতীয় নিরাপত্তামন্ত্রী প্যাট্রিসিয়া বুলরিচ এক্সে এক পোস্টে জানান, বুয়েনস এইরেস প্রদেশে অবস্থিত দুর্ঘটনাস্থলে দুটি বিশেষ দল পাঠানো হয়েছে। তিনি বলেন, সেখানে কাঠামো প্রকৌশলী, উদ্ধার বিশেষজ্ঞ, ধ্বংসস্তূপে কাজ করতে প্রশিক্ষিত কুকুরসহ একটি দল উপস্থিত রয়েছে। এ ছাড়া উদ্ধার কার্যক্রমে সহায়তার জন্য বিশেষায়িত যন্ত্রপাতি ও অন্যান্য সরঞ্জামও পাঠানো হয়েছে।

অন্যদিকে প্রাদেশিক নিরাপত্তামন্ত্রী হাভিয়ের আলোনসো স্থানীয় রেডিওকে জানান, দুর্ঘটনাস্থলে কাজ করা চারজন রাজমিস্ত্রি ধসের হাত থেকে রক্ষা পেয়েছেন এবং পুলিশ তাদের হেফাজতে নিয়েছে।

সূত্র : বিবিসি


Chairman & Managing Director : Nasir Uddin

Director News & Broadcast : Zeker Uddin Samrat

 __________________________________________________________

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. news@mytvbd.tv