সারজিসের আশ্বাসে শাহবাগ ছাড়লেন অভ্যুত্থানে আহতরা

আপলোড সময় : ০৩-০১-২০২৫ ১০:২৭:২৮ পূর্বাহ্ন , আপডেট সময় : ০৩-০১-২০২৫ ১০:২৭:২৮ পূর্বাহ্ন
রাজধানীর শাহবাগ সড়ক অবরোধ করেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে চিকিৎসাধীন জুলাই-আগস্ট অভ্যুত্থানে আহতরা। হাসপাতালে উন্নত চিকিৎসা না পাওয়ার অভিযোগ করেছিলেন তারা। পরে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিলে সড়ক ছাড়েন আন্দোলনরতরা।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে হাসপাতালের সামনে শাহবাগ থেকে ফার্মগেটমুখী সড়ক অবরোধ করা হয়।
ওই সময় সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।আহতদের বিক্ষোভের পর সারজিস আলম বলেন, ‘বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।’এদিকে চিকিৎসার অবহেলার কারণে বিএসএমএমইউ পরিচালকের পদত্যাগের দাবি জানান আহতরা। আহতদের পক্ষ থেকে সারজিস আলমের কাছে চিকিৎসা অবহেলা, অপর্যাপ্ত খাবার এবং চিকিৎসকদের দুর্ব্যবহারের অভিযোগ তোলা হয়।

তাদের দাবি, গণ-অভ্যুত্থানের মতো ঐতিহাসিক ঘটনার অংশীদার হয়েও তারা উপযুক্ত চিকিৎসা ও সেবা পাচ্ছেন না।শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খালিদ বলেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতরা সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাস্তা অবরোধ করেছিলেন। খবর পেয়ে সারজিস আলম সেখানে যান। তিনিসহ আমরা তাদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দিয়েছি।

ওসি জানান, প্রায় আধা ঘণ্টা অবস্থানের পর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তারা সড়ক থেকে সরে যান। এরপর যান চলাচল স্বাভাবিক।

 


অফিস :

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. admin@mytvbd.tv