বিয়ের অনুষ্ঠানে উচ্চশব্দে গান বাজানোয় জরিমানা

আপলোড সময় : ০৩-০১-২০২৫ ০২:৩৪:৪৮ অপরাহ্ন , আপডেট সময় : ০৩-০১-২০২৫ ০২:৩৪:৪৮ অপরাহ্ন
চলছিল বিয়ে অনুষ্ঠান, সঙ্গে গান বাজনা। কিন্তু হঠাৎ বিয়েতে আগত অতিথিদের সঙ্গেই যেন অনুষ্ঠানস্থলে হাজির হন ম্যাজিস্ট্রেট। তারপর উচ্চ শব্দে গান বাজানোয় করা হয় জরিমানা।বৃহস্পতিবার (২ জানুয়ারি) রাতে মুন্সীগঞ্জের সদর উপজেলার পৌরসভার মাঠপাড়া আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে। বিয়ের অনুষ্ঠানে উচ্চশব্দে গান বাজানোয় এক ব্যক্তিকে দুই হাজার টাকা অর্থদণ্ড আরোপ করেন মুন্সীগঞ্জ চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আওতাধীন পরিবেশের স্পেশাল ম্যাজিস্ট্রেট ও সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ইফতি হাসান ইমরান। এ সময় তাদের উচ্চশব্দে গান বাজানো বন্ধ করে কম শব্দে গান বাজানোর নির্দেশ দেন। তাছাড়া ম্যাজিস্ট্রেট শব্দের মাত্রা পরিমাপ করে ১০৪ ডেসিবেল তীব্রতা শনাক্ত করেন যা অনুমোদিত মাত্রার দ্বিগুণেরও বেশি। শব্দ দূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা ২০০৬ এর ১৮ বিধি অনুযায়ী এই দণ্ড আরোপ করা হয়।

বিষয়টি নিশ্চিত করে ভ্রাম্যমাণ আদালতের ভারপ্রাপ্ত বেঞ্চ সহকারী জাকির হোসেন বলেন, উচ্চশব্দে গান বাজানোয় পরিবেশের স্পেশাল বিচারক মোবাইল কোর্ট পরিচালনা করে এক ব্যক্তিকে ২ হাজার টাকা অর্থদণ্ড আরোপ করা হয়েছে।

 


অফিস :

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. admin@mytvbd.tv