কিশোর চালককে শ্বাসরোধে হত্যা করে অটোরিকশা ছিনতাই

আপলোড সময় : ০৩-০১-২০২৫ ০৩:৪১:০৪ অপরাহ্ন , আপডেট সময় : ০৩-০১-২০২৫ ০৩:৪১:০৪ অপরাহ্ন
এক সপ্তাহ আগে বাবা খোকা বেপারী মারা যাওয়ার পর সংসারের হাল ধরতে ব্যাটারিচালিত রিকশা চালানো শুরু করে ১৩ বছর বয়সী হুসাইন বেপারী। প্রতিদিনের মত বৃহস্পতিবার (২ জানুয়ারি) দুপুরে রিকশা নিয়ে বাড়ি থেকে বের হয় হুসাইন। পরে শূন্য হাতে বাড়ি ফিরল লাশ হয়ে।ফরিদপুরে বৃহস্পতিবার রাতে অটোরিকশা ছিনতাই করে কিশোর চালক হুসাইনকে শ্বাসরোধ করে হত্যা করেছে দুর্বৃত্তরা।স্বামীকে হারানোর এক সপ্তাহের ব্যবধানে উপার্জনক্ষম ছেলের মৃত্যুতে অজ্ঞান অবস্থায় বিছানায় পড়ে রয়েছেন শেফালি বেগম। কাঁদছে স্বজন-প্রতিবেশীরা। তাদের আহাজারিতে আশপাশের পরিবেশ ভারি হয়ে উঠেছে। ওই কিশোরের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে পুলিশ।

পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার (৩ জানুয়ারি) সকালে স্থানীয়দের কাছে শুনতে পায় শহরের ভাটি লক্ষ্মীপুরে মহিলা মাদ্রাসার বাউন্ডারি দেয়ালের পাশে একটি মরদেহ পড়ে রয়েছে- এমন সংবাদে পরিবারের লোকজন এসে হুসাইনের মরদেহ শনাক্ত করে। শহরের চর টেপাখোলা বেপারীপাড়ার বাসিন্দা মৃত খোকা বেপারীর ছেলে হুসাইন। তিন বোন ও এক ভাইয়ের মধ্যে সবার ছোট ছিল হুসাইন।খবর পেয়ে কোতোয়ালি থানার একটি পুলিশের দলসহ সিআইডির ক্রাইম সিনের টিম ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।সরেজমিনে গিয়ে দেখা যায়, দড়ি দিয়ে গলায় পেঁচিয়ে শ্বাসরোধ করে করে হত্যা করা হয়েছে হুসাইনকে। নাক দিয়ে ফেনিল জাতীয় কিছু এসে জমে রয়েছে। দুই হাত দুই পাশে মেলে রাখা। আশপাশে জড়ো হয়েছেন উৎসুক জনতা। মাত্র একটি রিকশার জন্য এমন একটি কিশোরকে এভাবে হত্যার ঘটনায় তারা শোকাহত-নির্বাক।

হুসাইনের চাচাতো ভাই ওবায়দুর রহমান বলেন, ‘তিন বোন ও এক ভাইয়ের মধ্যে সবার ছোট ছিল হুসাইন। বড় বোনগুলোর বিয়ে হয়ে গেছে। এক সপ্তাহ আগে তার বাবা মারা যাওয়ার পর উপার্জনের অবলম্বন হিসেবে হুসাইনকে একটি নতুন রিকশা কিনে দেন আত্মীয়-স্বজনেরা।’তিনি আরও বলেন, ‘সেই রিকশা নিয়ে সর্বশেষ বৃহস্পতিবার দুপুরে বাসা থেকে বের হয়ে নিখোঁজ ছিল হুসাইন। রাতে বাড়িতে না ফেরায় এলাকায় মাইকিংও করা হয়। এরপর শুক্রবার সকালে লোক মারফত জানতে পেরে ঘটনাস্থলে এসে মরদেহ শনাক্ত করা হয়।’প্রতিবেশী সাইফুল ইসলাম বলেন, ‘হুসাইনের মৃত্যুর সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গেই তার মা অজ্ঞান হয়ে পড়েছে। একমাত্র উপার্জনক্ষম ছিল হুসাইন। তাকে যারা হত্যা করেছে তাদের খুঁজে বের করে আইনের আওতায় আনার দাবি জানাই।’

ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার শৈলেন চাকমা বলেন, ‘রিকশা ছিনতাই করতেই ওই কিশোরকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। হত্যাকাণ্ডে জড়িতদের খুঁজে বের করতে অভিযান শুরু হয়েছে। মামলার বিষয়টি প্রক্রিয়াধীন।

 


অফিস :

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. admin@mytvbd.tv