চোটের কারণে মাঠ ছেড়ে বেরিয়ে গেলেন বুমরাহ

আপলোড সময় : ০৪-০১-২০২৫ ১১:১২:২৩ পূর্বাহ্ন , আপডেট সময় : ০৪-০১-২০২৫ ১১:১২:২৩ পূর্বাহ্ন
বর্ডার গাভাসকর ট্রফির পঞ্চম টেস্ট ম্যাচের দ্বিতীয় দিনেই কি 'অধিনায়কহীন' হয়ে পড়ল ভারত? আজ ম্যাচের দ্বিতীয় সেশনের শুরুতেই এক ওভার করে মাঠ ছাড়েন জসপ্রীত বুমরাহ। এরপর তিনি স্টেডিয়াম ছেড়ে একজন সাপোর্ট স্টাফের সঙ্গে গাড়ি করে বেরিয়ে যান। এই নিয়ে কমেন্ট্রিতে সুনীল গাভাসকর বলেন, 'সম্ভবত হাসপাতালে স্ক্যান করাতে যাচ্ছে বুমরাহ। ভারতের জন্যে এটা ভালো খবর নয়। ও দলের জন্যে এতটা করে। তবে এর জেরে ওর শরীরের ওপর দিয়ে অনেক ধকল যায়।' যদিও বুমরাহর শারীরিক হাল নিয়ে বিসিসিআই কোনও আপডেট এখনও দেয়নি।

সিডনি টেস্টের প্রথম দিনে অস্ট্রেলিয়ার ওপেনার উসমান খোয়াজাকে আউট করে জসপ্রীত বুমরাহ দলকে দুর্দান্ত সূচনা দিয়েছিলেন। এই সঙ্গে স্যাম কনস্টাসের সঙ্গে তাঁর 'সংঘাত' নিয়ে চর্চাও শুরু হয়েছিল। সেখানে তিনি বুঝিয়ে দিয়েছিলেন, আসল 'বস' কে। আজ সকালেও অজি তারকা মার্নাস ল্যাবুশানকে সাজঘরে ফেরান জসপ্রী বুমরাহ। এই সিরিজে দুই দলের মধ্যেই সবথেকে সেরা বোলার বুমরাহ। অনেক সময়ই মনে হয়েছে, মাঠে ভারতের হয়ে একা তিনিই লড়ে যাচ্ছেন। এই টেস্ট ম্যাচে তো প্রথম ইনিংসে ভারতের হয়ে ব্যাট হাতেও মারমুখী হয়েছিলেন বুমরাহ। এহেন বুমরাহর কী হয়েছে, তা এখনও স্পষ্ট নয়। তবে তিনি যেভাবে মাঠ ছেড়েছেন, তাতে আশঙ্কা বেড়েছে ভারতীয় ক্রিকেটপ্রেমীদের মনে।

উল্লেখ্য, এই ম্যাচে রোহিত শর্মা না খেলার সিদ্ধান্ত নিয়েছেন। এই আবহে দলের অধিনায়কত্বের দায়িত্ব এসে বর্তায় বুমরাহর ওপর। এই সিরিজে প্রথম ম্যাচেও ভারতের অধিনায়ক ছিলেন বুমরাহ। সেই ম্যাচে জিতেছিল ভারত। চলতি সিরিজে ভারতের জেতা একমাত্র ম্যাচ সেটাই। এই ম্যাচেও বুমরাহ নিজেই দলের দায়িত্ব কাঁধে নিয়ে লড়ছিলেন। তবে মধ্যাহ্নভোজনের বিরতির পরে এক ওভার করেই বুমরাহ মাঠ ছাড়েন। তার কিছুক্ষণ পরে দেখা যায়, জার্সি ছেড়ে প্র্যাক্টিস কিটে বুমরাহ সিঁড়ি দিয়ে নেমে আসছেন। তাঁর সঙ্গে একাধিক সাপোর্ট স্টাফ। পরে দেখা যায়, স্টেডিয়ামের পার্কিং লটে তিনি গাড়িতে ওঠেন। গাড়ি চালিয়ে স্টেডিয়াম থেকে তাঁকে বাইরে নিয়ে যান ভারতীয় দলের এক সাপোর্ট স্টাফ।

এদিকে এর আগে আজ সকালে ল্যাবুশানকে ফেরানো মাত্রই চলতি বর্ডার-গাভাসকর ট্রফিতে জসপ্রীত বুমরাহর উইকেট সংখ্যা দাঁড়ায় ৩২-এ। এর ফলে অস্ট্রেলিয়ার মাঠে একটি টেস্ট সিরিজে সব থেকে বেশি উইকেট নেওয়া ভারতীয় বোলার হওয়ার নজির গড়েন তিনি। এতদিন ভারতীয় ক্রিকেটারদের মধ্যে বিদেশ সফরে একটি টেস্ট সিরিজে সব থেকে বেশি উইকেট নেওয়ার রেকর্ড ছিল বিষেণ সিং বেদীর দখলে। তিনি ১৯৭৭-৭৮ সালের অস্ট্রেলিয়া সফরেই সাকুল্যে ৩১টি উইকেট দখল করেছিলেন। শনিবার সিডনিতে ল্যাবুশানকে ফিরিয়ে বেদীর কাছ থেকে ৪৭ বছর আগের সেই রেকর্ড ছিনিয়ে নেন বুমরাহ।


অফিস :

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. admin@mytvbd.tv