মুখ বন্ধ রাখতে নারীকে ট্রাম্পের ঘুষ, মামলার রায় ১০ জানুয়ারি

আপলোড সময় : ০৪-০১-২০২৫ ০১:৪৪:৪১ অপরাহ্ন , আপডেট সময় : ০৪-০১-২০২৫ ০১:৪৪:৪১ অপরাহ্ন
যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ২০১৬ সালের নির্বাচনের আগে নীল ছবির অভিনেত্রী স্টর্মি ড্যানিয়েলসকে ঘুষ দেওয়ার অভিযোগে মামলা চলছে। নিউইয়র্কের আদালত জানিয়েছে, এই মামলার রায় আগামী ১০ জানুয়ারি ঘোষণা করা হবে।

এ রায়ের মাত্র ১০ দিন পর, ২০ জানুয়ারি, ট্রাম্প দ্বিতীয়বার প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন। যুক্তরাষ্ট্রের ইতিহাসে এক প্রেসিডেন্টের বিরুদ্ধে ক্ষমতা গ্রহণের আগে আদালতে মামলার রায় দেওয়া একটি বিরল ঘটনা।

স্টর্মি ড্যানিয়েলস দাবি করেন, ২০০৬ সালে নেভাডা অঙ্গরাজ্যের একটি হোটেলে তার সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করেন ডোনাল্ড ট্রাম্প। এরপর এই ঘটনা গোপন রাখার জন্য ২০১৬ সালে নির্বাচনী প্রচারণার সময় ট্রাম্প তার ব্যক্তিগত আইনজীবীর মাধ্যমে ১ লাখ ৩০ হাজার মার্কিন ডলার ঘুষ দেন।

ট্রাম্প এসব অভিযোগ সবসময় অস্বীকার করে এসেছেন এবং দাবি করেছেন যে, এই মামলা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। তিনি অভিযোগ করেন, জো বাইডেন ও তার প্রশাসন তাকে নিশানা করতে এই মামলা করিয়েছে।

নিউইয়র্কের বিচারক জাস্টিন জুয়ান মারখান ইঙ্গিত দিয়েছেন, ট্রাম্পের বিরুদ্ধে কোনো কারাদণ্ড বা অর্থদণ্ড দেওয়া হবে না। তবে তিনি অপরাধের দায়ে সম্মান জানিয়ে একটি ‘বিনাশর্তে মুক্তি’ রায় ঘোষণা করতে পারেন।

ট্রাম্প দাবি করেছেন যে, দ্বিতীয়বার প্রেসিডেন্ট হওয়ার পর এই মামলা তুলে নেওয়া হবে। তবে বিচারক তার এই অনুরোধ গ্রহণ না করে, রায় ঘোষণা করার সিদ্ধান্ত নিয়েছেন।

সূত্র: বিবিসি
 


অফিস :

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. admin@mytvbd.tv