নিজের মৃত্যুদণ্ড দ্রুত কার্যকরের দাবি বন্দির!

আপলোড সময় : ০৪-০১-২০২৫ ০২:৩০:২৬ অপরাহ্ন , আপডেট সময় : ০৪-০১-২০২৫ ০২:৩০:২৬ অপরাহ্ন
আইনি প্রক্রিয়া এড়িয়ে নিজের মৃত্যুদণ্ড দ্রুত কার্যকরের দাবি জানিয়েছেন যুক্তরাষ্ট্রের অ্যারিজোনার এক বন্দি। অ্যারন ব্রায়ান গাঞ্চেস নামের এ বন্দি রাজ্যের সর্বোচ্চ আদালতকে এ আবেদন জানান।
শুক্রবার (৩ জানুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজ।প্রতিবেদনে বলা হয়েছে, চলতি সপ্তাহে হাতে লেখা একটি আদালতের আবেদনপত্রে গাঞ্চেস রাজ্য সুপ্রিম কোর্টকে তার মৃত্যুদণ্ড ২০২৪ সালের ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময়ে কার্যকরের জন্য সময়সূচি নির্ধারণ করতে বলেন। তিনি ২০০২ সালে বান্ধবীর স্বামী টেড প্রাইসকে হত্যার জন্য দোষী সাব্যস্ত হন। গাঞ্চেস নিজে এ হত্যারে দায় স্বীকার করেছেন।
 
 গাঞ্চেস কোনো আইনজীবী নিয়োগ দেননি। নিজেই নিজের আইনি লড়াই চালিয়ে যাচ্ছেন। তিনি আদালতে বলেন, তার মৃত্যুদণ্ড ‌‘অনেক আগেই কার্যকর হওয়া উচিত ছিল।’ রাজ্য এটি কার্যকর করার আইনি প্রক্রিয়ায় দেরি করছে।অ্যাটর্নি জেনারেল ক্রিস মায়েসের অফিস বলেছে, মৃত্যুদণ্ড কার্যকর করার প্রয়োজনীয়তা পূরণে সময়সূচি প্রয়োজন। যেমন লিথাল ইনজেকশনে ব্যবহৃত পেন্টোবারবিটাল ওষুধ পরীক্ষা করার দরকার।
গাঞ্চেসের মৃত্যুদণ্ড ২০২৩ সালের এপ্রিল মাসে কার্যকর হওয়ার কথা ছিল। তবে গভর্নর কেটি হবসের অফিস জানিয়েছিল, রাজ্য মৃত্যুদণ্ড কার্যকর করার জন্য পর্যাপ্ত অভিজ্ঞতাসম্পন্ন কর্মী প্রস্তুত করতে পারেনি।
 অ্যারিজোনায় বর্তমানে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১১১ জন বন্দি রয়েছেন। ২০২২ সালে এই রাজ্যে তিনজনের মৃত্যুদণ্ড কার্যকর হয়েছিল যা প্রায় আট বছর বিরতির পর আবার শুরু হয়।


অফিস :

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. admin@mytvbd.tv