প্রকাশ্যে বিক্রি হচ্ছে জাটকা, কেউ যেন দেখার নেই

আপলোড সময় : ০৪-০১-২০২৫ ০৩:০১:০৪ অপরাহ্ন , আপডেট সময় : ০৪-০১-২০২৫ ০৩:০১:০৪ অপরাহ্ন
শরীয়তপুর জেলার গোসাইরহাট পৌর এলাকার দাশের জঙ্গল মাছ বাজারে প্রকাশ্যে বিক্রি হচ্ছে দুই থেকে চার ইঞ্চি সাইজের জাটকা ইলিশ। প্রায় এক মাস ধরে এই বাজারে ডাকের মাধ্যমে জাটকা বিক্রি চলছে, তবে এই বিষয়ে উপজেলা টাস্কফোর্স এবং মৎস্য অফিসের পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ করেছেন স্থানীয়রা।

প্রতিদিন সকাল ৬টা থেকে ১০টা পর্যন্ত এই বাজারে জাটকা মাছ বিক্রি হয়। নদী থেকে মাছ সংগ্রহ করে আড়তদাররা তা ডালায় ঢেলে বাজারে ডাক তোলেন, এরপর ব্যবসায়ীরা সেই ডাক কিনে বাজারে বিক্রি করেন। তাছাড়া, বরফ দিয়ে মাছ উপজেলা বিভিন্ন অঞ্চলে নিয়ে বিক্রি করা হচ্ছে। এমনকি দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত বাজারে ব্যবসায়ীরা ঘুরে ঘুরে জাটকা বিক্রি করতে দেখা যায়। কিন্তু, প্রশাসনকে এ ব্যাপারে কোনো ব্যবস্থা নিতে দেখা যায়নি।

একটি স্থানীয় জেলে গান্ধি মালো জানান, জেলেরা কারেন্ট জাল দিয়ে জাটকা মাছ ধরেন এবং সেগুলি এই বাজারে বিক্রি করা হয়।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আবুল কাশেম বলেন, "আমি বর্তমানে ঢাকায় আছি, তবে খবর পেয়ে জানি যে ওই বাজারে জাটকা মাছ বিক্রি হচ্ছে। ইউএনও স্যার, এসিল্যান্ড স্যার এবং জেলা মৎস্য কর্মকর্তা স্যারসহ আগামীকাল আমরা একটি অভিযান পরিচালনার পরিকল্পনা করছি।"

গোসাইরহাট উপজেলা টাস্কফোর্স কমিটির সভাপতি ও নির্বাহী অফিসার আহমেদ সাব্বির সাজ্জাদ জানিয়েছেন, "বিষয়টি আমি অবগত আছি এবং শিগগিরই অভিযান পরিচালনা করব।"


অফিস :

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. admin@mytvbd.tv