সারদায় এবার প্রশিক্ষণরত ৮ কনস্টেবলকে অব্যাহতি

আপলোড সময় : ০৪-০১-২০২৫ ০৪:০৩:২৬ অপরাহ্ন , আপডেট সময় : ০৪-০১-২০২৫ ০৪:০৩:২৬ অপরাহ্ন
রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে এবার প্রশিক্ষণরত আটজন ট্রেইনি রিক্রুট কনস্টেবলকে অব্যাহতি দেওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ আনা হয়।অব্যাহতি পাওয়া কনস্টেবলরা শুক্রবার (৩ জানুয়ারি) সন্ধ্যা ৬টা থেকে ৭টার মধ্যে একাডেমি ত্যাগ করেন বলে পুলিশ একাডেমির একাধিক সূত্রে নিশ্চিত হওয়া গেছে।এ বিষয়ে পুলিশ একাডেমির অধ্যক্ষ ও অতিরিক্ত আইজিপি মাসুদুর রহমান ভুঞার সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।মোবাইলে কয়েক দফা ফোন করা হলেও রিসিভ করেননি পুলিশের এআইজি (মিডিয়া) ইনামুল হক সাগর। ফলে ট্রেইনি কনস্টেবলদের অব্যাহতির বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া যায়নি।

অব্যাহতি প্রাপ্ত কনস্টেবলরা বিষয়টি নিশ্চিত করেছেন। অব্যাহতিপ্রাপ্ত কনস্টেবলরা হলেন- মো. শাকিব, মো. অন্তর, ফজলে রাব্বি, বিক্রম কুমার, নূর আজম, রিয়াজ আলী, আল মামুন ও কিংকর।একাডেমি সূত্রে জানা যায়, গত বছরের ২৪ জুন পুলিশ একাডেমিতে ৩৪৭ জন ট্রেইনি রিক্রুট কনস্টেবলের ছয় মাসের মৌলিক প্রশিক্ষণ শুরু হয়। পরে ২০ ডিসেম্বর প্রশিক্ষণ শেষ হওয়ার তারিখ পূর্ব নির্ধারিত ছিল। তবে প্রশিক্ষণ শেষ না হওয়ায় প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ আয়োজন করা হয়নি। সবশেষ গত ১৯ ডিসেম্বর সমাপনী কুচকাওয়াজের জন্য দিন ঠিক হলেও পরে তা অনিবার্য কারণ দেখিয়ে স্থগিত করা হয়। আগামী ১২ জানুয়ারি আবারও ট্রেইনি কনস্টেবলদের এই ব্যাচের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানের তারিখ নির্ধারণ করা হয়েছে।

এর আগে তিন ধাপে প্রশিক্ষণরত ৩২১ জন ক্যাডেট উপপরিদর্শককে (এসআই) প্যারেড মাঠে এবং বিভিন্ন ক্লাসে বিশৃঙ্খলার অভিযোগে অব্যাহতি দেওয়া হয়েছে। এছাড়াও ১৬ ডিসেম্বর প্রশিক্ষণরত ২৫ জন এএসপিকে শোকজ করা হয়েছে। তবে পুলিশ একাডেমিতে এবারই প্রথম আটজন কনস্টেবলকে অব্যাহতির ঘটনা ঘটেছে।


Chairman & Managing Director : Nasir Uddin

Director News & Broadcast : Zeker Uddin Samrat

 __________________________________________________________

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. news@mytvbd.tv