টেকনাফে ফাঁকা গুলি ছুঁড়ে রাজমিস্ত্রীকে অপহরণ: তিন দিনে অপহরণ ৩০ জন

আপলোড সময় : ০৪-০১-২০২৫ ০৪:৩৯:২৬ অপরাহ্ন , আপডেট সময় : ০৪-০১-২০২৫ ০৪:৩৯:২৬ অপরাহ্ন
কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের বড়ডেইল এলাকায় গত ৩ জানুয়ারি রাতে অস্ত্রধারী সন্ত্রাসীরা রাজমিস্ত্রী ছৈয়দ হোছাইনকে অপহরণ করেছে। স্থানীয় সূত্রে জানা যায়, রাত সাড়ে ৭টার দিকে পাহাড় থেকে সন্ত্রাসীরা ফাঁকা গুলিবর্ষণ করে ঘরের ভেতরে ঢুকে তার মাথায় অস্ত্র ঠেকিয়ে তাকে পাহাড়ে নিয়ে যায়।

স্থানীয় শিক্ষক আবদুর রশিদ জানিয়েছেন, এই ঘটনা ঘটার সময় তিনি নিজে নিরাপত্তাহীনতায় ভুগছিলেন, কারণ পাহাড়ি ডাকাতদল অস্ত্রের মুখে একজনকে অপহরণ করে নিয়ে গেছে। ইউপি সদস্য নুরুল ইসলামও এ ব্যাপারে নিশ্চিত করেছেন, সন্ধ্যার পর ওই এলাকা থেকে ফাঁকা গুলির শব্দ শোনা যায় এবং পরে একজনকে অপহরণ করা হয়। এর আগে, দিনের বেলায় আরো দুইজনকে অপহরণ করে পাহাড়ে আটকে রাখা হয়েছিল বলে জানা গেছে।

বাহারছড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক শোভন কুমার সাহা জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে ফাঁকা গুলিবর্ষণের বিষয়টি খতিয়ে দেখেছে এবং অপহৃত ব্যক্তিকে উদ্ধারের জন্য অভিযান অব্যাহত রয়েছে। এছাড়া, গত কয়েকদিনে আরও ৩০ জন অপহরণের শিকার হয়েছেন, এর মধ্যে ২৬ জন মুক্তি পেয়েছেন, তবে এখনো ৪ জন অপহৃত রয়েছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, মুদি দোকানদার জসীমের কাছ থেকে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হচ্ছে।

এ ঘটনার পর এলাকায় চরম আতঙ্ক সৃষ্টি হয়েছে এবং স্থানীয়রা সাঁড়াশি অভিযান চালানোর দাবি জানিয়েছেন, যাতে অপহরণকারী চক্রটি গ্রেফতার হয়ে শান্তি প্রতিষ্ঠা পায়।


অফিস :

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. admin@mytvbd.tv