খালেদা জিয়ার গাড়িবহরে হামলায় জড়িত নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

আপলোড সময় : ০৪-০১-২০২৫ ০৪:৫৫:০০ অপরাহ্ন , আপডেট সময় : ০৪-০১-২০২৫ ০৪:৫৫:০০ অপরাহ্ন

ঢাকার কারওয়ান বাজারে নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণকালে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার নির্বাচনী গাড়িবহরে হামলার ঘটনায় দায়ের মামলায় এজাহারনামীয় আসামি নিষিদ্ধ ছাত্রলীগের নেতা মো. আবুল হাসানকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও থানা পুলিশ।
 

গ্রেপ্তারকৃত আবুল হাসান (৪০) শুক্রবার (৩ জানুয়ারি) ভোর সোয়া ৪টায় রাজধানীর মনিপুরী পাড়া এলাকা থেকে গ্রেপ্তার হন। তেজগাঁও থানা সূত্রে জানা যায়, ২০১৫ সালের ২০ এপ্রিল ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির প্রার্থী তাবিথ আাওয়ালের পক্ষে প্রচারণায় অংশ নেন খালেদা জিয়া, যখন তার গাড়িবহরে হামলা চালানো হয়। এই হামলার ঘটনায় তেজগাঁও থানায় ২২ আগস্ট মামলা দায়ের করা হয়।
 

গ্রেপ্তারকৃত হাসান তেজগাঁও থানা ছাত্রলীগের সিনিয়র সহসভাপতি ছিলেন এবং তার বিরুদ্ধে তেজগাঁও থানায় একটি নিয়মিত মামলা রয়েছে। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।


 __________________________________________________________

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. news@mytvbd.tv

web: www.mytvbd,www.mytvbd.com