জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী অঞ্জনা রহমানের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে এক সাক্ষাৎকারে অভিনেতা ইলিয়াস কাঞ্চন বলেছেন, "অঞ্জনা এমন এক পরিবার থেকে উঠে এসেছে, যা আমাদের কল্পনার বাইরে। তিনি হিন্দু পরিবারে জন্মগ্রহণ করেছিলেন এবং পরে মুসলিম হয়েছেন।"
অঞ্জনাকে পরীর সঙ্গে তুলনা করে ইলিয়াস কাঞ্চন বলেন, "আমার জীবনে প্রথম নায়িকা যাকে দেখে মুগ্ধ হয়েছিলাম, তিনি অঞ্জনা। 'দস্যু বনহুর' ছবির শুটিংয়ের সময় তাকে প্রথম দেখি। মনে হয়েছিল, মানুষ কীভাবে এত সুন্দর হতে পারে। আমার কাছে তিনি পরীর মতো লেগেছিল।"
অঞ্জনার শিল্পীসত্তা ও চলচ্চিত্রে অবদানের বিষয়ে ইলিয়াস বলেন, "সারাজীবন অঞ্জনা চলচ্চিত্রের জন্য কাজ করেছেন। কিন্তু আমরা তাকে যথাযথভাবে মূল্যায়ন করতে পারিনি। একজন শিল্পীর প্রকৃত মূল্যায়ন হলো তার সৃষ্টিকে ধরে রাখা। তবে তা আমরা কতটুকু করতে পেরেছি, সেটা বিচার-বিবেচনার বিষয়।"
তিনি চলচ্চিত্র সংশ্লিষ্টদের উদ্দেশ্যে বলেন, "চলচ্চিত্রের জন্য কাজ করা মানুষদের সঠিক মূল্যায়ন করতে হবে। এ বিষয়ে আমি সরকার, চলচ্চিত্র অঙ্গনের ব্যক্তিত্বসহ সবার কাছে আবেদন করছি।"
প্রসঙ্গত, অঞ্জনা রহমান ছিলেন বাংলাদেশের চলচ্চিত্র অঙ্গনের এক উজ্জ্বল নক্ষত্র। নৃত্যশিল্পী থেকে শুরু করে তিনি হয়ে ওঠেন জনপ্রিয় নায়িকা। দেশীয় চলচ্চিত্রের পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনেও তার ভূমিকা প্রশংসনীয়। শুক্রবার (৩ জানুয়ারি) রাতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
অঞ্জনাকে পরীর সঙ্গে তুলনা করে ইলিয়াস কাঞ্চন বলেন, "আমার জীবনে প্রথম নায়িকা যাকে দেখে মুগ্ধ হয়েছিলাম, তিনি অঞ্জনা। 'দস্যু বনহুর' ছবির শুটিংয়ের সময় তাকে প্রথম দেখি। মনে হয়েছিল, মানুষ কীভাবে এত সুন্দর হতে পারে। আমার কাছে তিনি পরীর মতো লেগেছিল।"
অঞ্জনার শিল্পীসত্তা ও চলচ্চিত্রে অবদানের বিষয়ে ইলিয়াস বলেন, "সারাজীবন অঞ্জনা চলচ্চিত্রের জন্য কাজ করেছেন। কিন্তু আমরা তাকে যথাযথভাবে মূল্যায়ন করতে পারিনি। একজন শিল্পীর প্রকৃত মূল্যায়ন হলো তার সৃষ্টিকে ধরে রাখা। তবে তা আমরা কতটুকু করতে পেরেছি, সেটা বিচার-বিবেচনার বিষয়।"
তিনি চলচ্চিত্র সংশ্লিষ্টদের উদ্দেশ্যে বলেন, "চলচ্চিত্রের জন্য কাজ করা মানুষদের সঠিক মূল্যায়ন করতে হবে। এ বিষয়ে আমি সরকার, চলচ্চিত্র অঙ্গনের ব্যক্তিত্বসহ সবার কাছে আবেদন করছি।"
প্রসঙ্গত, অঞ্জনা রহমান ছিলেন বাংলাদেশের চলচ্চিত্র অঙ্গনের এক উজ্জ্বল নক্ষত্র। নৃত্যশিল্পী থেকে শুরু করে তিনি হয়ে ওঠেন জনপ্রিয় নায়িকা। দেশীয় চলচ্চিত্রের পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনেও তার ভূমিকা প্রশংসনীয়। শুক্রবার (৩ জানুয়ারি) রাতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।