যুক্তরাষ্ট্র-নির্মিত দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার দাবি রাশিয়ার

আপলোড সময় : ০৫-০১-২০২৫ ১০:১০:২০ পূর্বাহ্ন , আপডেট সময় : ০৫-০১-২০২৫ ১০:১০:২০ পূর্বাহ্ন
ইউক্রেন থেকে ছোড়া আটটি যুক্তরাষ্ট্র-নির্মিত দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার দাবি করেছে রাশিয়া। এ হামলার জবাব কঠিনভাবে দেয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়।বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, শনিবার (৪ জানুয়ারি) ইউক্রেনের লুহানস্ক অঞ্চলের নাদিয়া গ্রাম দখলের দাবি করেছে রুশ সেনাবাহিনী। এদিন ইউক্রেনের কিয়েভ ব্রিয়ান্সক, কুরস্ক ও চেরনিহিভে হামলা চালিয়েছে রাশিয়া। জবাবে দনবাসে একটি বেসামরিক গাড়িতে ড্রোন হামলা চালিয়েছে কিয়েভ। এ ঘটনায় একজন সাংবাদিকসহ বেশ কয়েকজন হতাহত হয়েছেন।

 একইদিনে, ইউক্রেন থেকে ছোড়া আটটি মার্কিন ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার দাবি করেছে মস্কো। এ ঘটনায় সেন্ট পিটার্সবার্গের পুলকোভো বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা সাময়িকভাবে বন্ধ রাখা হয়। ইউক্রেনের এ হামলার কঠোর প্রতিশোধ নেয়ার হুঁশিয়ারি দিয়েছে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়।ইউক্রেনের ড্রোন হামলা থেকে বাঁচতে বৃহত্তম সার্চ ইঞ্জিন ইয়ানডেক্সকে বৃহত্তম তেল শোধনাগারের মানচিত্র এবং ছবি লুকিয়ে ফেলার নির্দেশনা দিয়েছেন মস্কোর এক আদালত।এদিকে, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন এক সাক্ষাৎকারে জানান, রাশিয়াকে ইউক্রেনের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহার করা থেকে বিরত রাখতে চীন ভূমিকা রাখছে বলে মনে করেন তিনি।
 
মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প শপথ নেয়ার আগেই ইউক্রেনের অস্ত্র ঘাটতির সুযোগ কাজে লাগিয়ে পুতিন বাহিনী আরও বেশি অঞ্চল দখলের চেষ্টা করছে বলে জানিয়েছে মার্কিন গণমাধ্যম দ্য ওয়াশিংটন পোস্ট। যুদ্ধক্ষেত্রে বিশাল সংখ্যক সেনাবাহিনী হারালেও থেমে নেই রাশিয়ার হামলা। এ হামলা সামাল দিতে রীতিমতো হাঁপিয়ে উঠছে ইউক্রেনীয় সেনাবাহিনী।রাশিয়া দোনেৎস্কের প্রায় ৪ হাজার১৬৮ বর্গ কিলোমিটার জায়গা নিজেদের দখলে নিতে সক্ষম হয়েছে। তবে এর বিনিময়ে প্রায় চার লাখ ত্রিশ হাজার রুশ সেনা হতাহত হয়েছে বলে জানিয়েছে কাতারভিত্তিক গণমাধ্যম আলজাজিরা।
 
প্রতিবেদনে আরও জানানো হয়, ক্ষয়ক্ষতির পরিমাণ ছিল দিনে গড়ে ১১৮০ জন। কিন্তু হতাহতের সংখ্যা বছরের শেষ দিকে উল্লেখযোগ্যভাবে বেড়েছে।
 


Chairman & Managing Director : Nasir Uddin

Director News & Broadcast : Zeker Uddin Samrat

 __________________________________________________________

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. news@mytvbd.tv