গণঅধিকার পরিষদ নেতা ফারুকের ওপর হামলার ঘটনায় শাহবাগ থানায় মামলা

আপলোড সময় : ০৫-০১-২০২৫ ১০:২৫:০৯ পূর্বাহ্ন , আপডেট সময় : ০৫-০১-২০২৫ ১০:২৫:০৯ পূর্বাহ্ন
গণঅধিকার পরিষদের সিনিয়র সহ সভাপতি ও মুখপাত্র ফারুক হাসানের ওপর হামলার ঘটনায় রাজধানীর শাহবাগ থানায় মামলা দায়ের করেছে গণঅধিকার পরিষদ।শনিবার (০৪ জানুয়ারি) রাতে শাহবাগ থানায় এ মামলা দায়ের করেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান।এসসময় তিনি ষাড়াশি অভিযান চালিয়ে হামলাকরীদের গ্রেফতারের দাবি জানান। এছাড়া এটি জাতীয় বিপ্লবী পরিষদ বা আওয়ামী লীগের ষড়যন্ত্র কিনা তা খতিয়ে দেখার কথাও উল্লেখ করেন।রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে জাতীয় বিপ্লবী পরিষদ আয়োজিত নাগরিক সমাবেশে ফারুক হাসানের ওপর হামলার ঘটনা ঘটে। এ হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে রাশেদ খান হামলাকারীদের গ্রেফতারে এক ঘন্টার আলটিমেটাম দেন।হামলাকারীদের এক ঘণ্টার মধ্যে গ্রেফতারের আলটিমেটাম দিয়ে তিনি বলেন, ‘এদের গ্রেফতার করা না হলে গণঅধিকারের সঙ্গে কোনো ঝামেলা হলে আমাদের কিছু করার থাকবে না।’
 
শনিবার বিকেলে ফ্যাসিবাদ বিলোপ ও নতুন সংবিধানের দাবিতে ডাকা জাতীয় বিপ্লবী পরিষদের নাগরিক সমাবেশে বক্তব্য দেন ফারুক।একে একে শহীদ পরিবারের সদস্যদের বক্তব্যের পর তিনি তার বক্তব্যে অন্তর্বর্তী সরকারের কড়া সমালোচনা করে বলেন, ‘এই সরকারকে কোনোভাবেই মানা যায় না। যে সংবিধানকে ছুঁড়ে ফেলে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করা হয়েছে সেই সংবিধানকে কোনোভাবেই মানা যায় না।তিনি আরও বলেন, ‘অন্তর্বর্তী সরকার আমরা কখনোই চাইনি; চেয়েছি বিপ্লবী সরকার। কিন্তু ভারতীয় গোয়েন্দা সংস্থা ‘র’ এর হেডকোয়ার্টার বঙ্গভবন থেকে যেই অন্তর্বর্তী সরকার এসেছে তা মানেন না বলে জানান তিনি।এরপর তাকে বাধা দেন সেখানে উপস্থিত জনতা। পরে তিনি সমাবেশস্থল ত্যাগ করতে গেলে তার ওপর অতর্কিত হামলা করা হয়।

এদিকে সমাবেশের আয়োজক জাতীয় বিপ্লবী পরিষদের সদস্য সচিব হাসান মো. আরিফ দাবি করেছেন, কে বা কারা তার ওপর হামলা করেছে তা তাদের জানা নেই।


অফিস :

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. admin@mytvbd.tv