চ্যাম্পিয়ন্স ট্রফি হাইব্রিড মডেলে হলেও লাভবান হবে পিসিবি

আপলোড সময় : ০৫-০১-২০২৫ ০৬:১৩:৩৫ অপরাহ্ন , আপডেট সময় : ০৫-০১-২০২৫ ০৬:১৩:৩৫ অপরাহ্ন
চ্যাম্পিয়ন্স ট্রফি এবার হাইব্রিড মডেলে আয়োজন করা হলেও লাভের দিক থেকে পাকিস্তান এগিয়ে থাকবে। টুর্নামেন্টের ১৫টি ম্যাচের মধ্যে ৪টি ম্যাচ হবে দুবাইয়ের নিরপেক্ষ ভেন্যুতে, আর যদি ভারত ফাইনালে ওঠে, তাহলে ম্যাচের সংখ্যা বেড়ে দাঁড়াবে পাঁচটি। নিরপেক্ষ ভেন্যুতে অনুষ্ঠিত সবগুলো ম্যাচের টিকিট বিক্রির আয় থেকে ৫০ শতাংশ ভাগ পাবে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি), যা তাদের জন্য মোটা অঙ্কের আয় হতে পারে।

চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজন নিয়ে অনেক দিন ধরে নানা নাটকীয়তা চলে। অবশেষে আইসিসি ঘোষণা দিয়েছে যে, এই টুর্নামেন্ট হাইব্রিড মডেলে অনুষ্ঠিত হবে। ভারতীয় দলের ম্যাচগুলো হবে দুবাইয়ে নিরপেক্ষ ভেন্যুতে। শুরুতে পাকিস্তান এই মডেলকে মেনে নিতে নারাজ ছিল, কিন্তু পরে কিছু শর্ত দিয়ে তারা রাজি হয়। এই শর্তের মধ্যে ছিল ২০২৭ পর্যন্ত ভারতে গিয়ে কোনো টুর্নামেন্টে অংশ না নেওয়া এবং চ্যাম্পিয়ন্স ট্রফির আয় ভাগাভাগি করতে হবে পিসিবির সঙ্গে।

এবারের টুর্নামেন্টে ১৫টি ম্যাচের মধ্যে অন্তত ৪টি ম্যাচ দুবাইয়ে অনুষ্ঠিত হবে, এবং ভারতের ম্যাচগুলো হবে ওই ভেন্যুতে। ২৩ ফেব্রুয়ারি ভারত-পাকিস্তান সুপার ক্লাসিকোও হবে দুবাইয়ে। প্রথম সেমিফাইনালও সেখানে অনুষ্ঠিত হবে।

নিরপেক্ষ ভেন্যুতে আয় হওয়া ম্যাচগুলোর টিকিট বিক্রি থেকে পিসিবি ৫০ শতাংশ রেভিনিউ পাবে বলে ধারণা করা হচ্ছে। এ কারণে পিসিবি লাভের আশা করছে, এবং এর জন্য তারা ইতোমধ্যে এমিরেটস ক্রিকেট বোর্ডের সঙ্গে আলোচনা শুরু করেছে।

দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের ধারণক্ষমতা ২৫ হাজার দর্শক। ভারতের ম্যাচ, প্রথম সেমিফাইনাল এবং ফাইনাল ম্যাচে স্টেডিয়াম পূর্ণ হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এই ম্যাচগুলো সাধারণত দর্শকদের কাছে ব্যাপক আগ্রহ সৃষ্টি করে, তাই টিকিট বিক্রির দিক থেকেও ব্যাপক সফলতা আশা করা হচ্ছে। তবে, আইসিসি এখনও ম্যাচের টিকিটের দাম বা বিক্রির সময়সূচি ঘোষণা করেনি, যা শিগগিরই ঘোষণা করা হবে।


 __________________________________________________________

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. news@mytvbd.tv

web: www.mytvbd,www.mytvbd.com