জাপানের কাছে ৩৬০ কোটি ডলারের ক্ষেপণাস্ত্র বিক্রি যুক্তরাষ্ট্রের

আপলোড সময় : ০৬-০১-২০২৫ ০৮:৫৫:৪৫ পূর্বাহ্ন , আপডেট সময় : ০৬-০১-২০২৫ ০৮:৫৫:৪৫ পূর্বাহ্ন
জাপানের কাছে ৩৬০ কোটি ডলারের ক্ষেপণাস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। এশিয়া প্রশান্ত মহাসাগরীয় এলাকায় চীনের প্রভাব ক্রমেই বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে ওয়াশিংটনের কাছ থেকে নিজেদের অস্ত্রভাণ্ডার সমৃদ্ধ করার পথ বেছে নিল টোকিও।

মার্কিন প্রতিরক্ষা নিরাপত্তা সহযোগিতা সংস্থা (ডিএসসিএ) এক বিবৃতিতে জানিয়েছে, জাপানের কাছে এক হাজার ২০০টির বেশি অত্যাধুনিক আকাশ থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ও প্রয়োজনীয় সরঞ্জাম বিক্রি করা হবে। ক্ষেপণাস্ত্র বিক্রির প্রস্তাবটি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতর ইতোমধ্যে অনুমোদন দিয়েছে। এ সংক্রান্ত যাবতীয় বিষয় মার্কিন কংগ্রেসকে অবহিত করেছে ইউএস ডিফেন্স সিকিউরিটি কো-অপারেশন এজেন্সি (ডিএসসিএ)।

ডিএসসিএ বলেছে, অস্ত্রগুলো ওয়াশিংটনের আঞ্চলিক মিত্র জাপানকে ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চীন এবং তার মিত্রদের হুমকি মোকাবেলায় সহায়তা করবে।এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে গুরুত্বপূর্ণ মিত্র দেশের নিরাপত্তা, রাজনৈতিক স্থিতিশীলতা ও অর্থনৈতিক অগ্রগতি জোরদার করার মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র নিজের পররাষ্ট্র ও জাতীয় নিরাপত্তার লক্ষ্য অর্জনে ব্রতী রয়েছে। আর এটাই জাপানের কাছে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র বিক্রি করার উদ্দেশ্য বলে সমর বিশেষজ্ঞরা মনে করছেন।

টোকিও দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে মার্কিন যুক্তরাষ্ট্রের আরোপিত শান্তিবাদী সংবিধান থেকে সরে এসেছে। দেশটির ২০২২ সালে সামরিক ব্যয় বাড়িয়ে ২০২৭ সালের মধ্যে তার জিডিপির প্রায় ২ শতাংশ আমেরিকার ক্রুজ ক্ষেপণাস্ত্র কেনার ব্যয় করে চলেছে। ২০২৭ সালের মধ্যে মোট সামরিক ব্যয় ৪৩ ট্রিলিয়ন ইয়েন (২৭৩ বিলিয়ন ডলার) বৃদ্ধি করার পরিকল্পনা করছে টোকিও।

সূত্র : পার্সটুডে

 


Chairman & Managing Director : Nasir Uddin

Director News & Broadcast : Zeker Uddin Samrat

 __________________________________________________________

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. news@mytvbd.tv