রাশিয়ার কুরস্কে নতুন করে ইউক্রেনের হামলা

আপলোড সময় : ০৬-০১-২০২৫ ১১:৫৩:৫২ পূর্বাহ্ন , আপডেট সময় : ০৬-০১-২০২৫ ১১:৫৩:৫২ পূর্বাহ্ন
রাশিয়ার কুরস্ক অঞ্চলে নতুন করে হামলা চালিয়েছে ইউক্রেন। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এই হামলার খবর নিশ্চিত করেছে। এক বিবৃতিতে জানানো হয়েছে, শত্রুপক্ষকে প্রতিহত করার চেষ্টা করছে রুশ সেনাবাহিনী।

গত আগস্টে কুরস্ক অঞ্চলে প্রথম অভিযান চালিয়েছিল ইউক্রেন। সেসময় উল্লেখযোগ্য কিছু অঞ্চল দখল করতে সক্ষম হয়েছিল তারা। তবে পরবর্তী সময়ে রুশ বাহিনীর পাল্টা আক্রমণে ইউক্রেনীয় বাহিনী পিছু হটতে বাধ্য হয়। যদিও পুরোপুরি তাদের সরানো সম্ভব হয়নি।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, স্থানীয় সময় সকাল ৯টার দিকে দুটি ট্যাংক, একটি প্রতিবন্ধকতাবিরোধী যান এবং ১২টি যুদ্ধযানের সমন্বয়ে ইউক্রেনীয় বাহিনী কুরস্ক অঞ্চলে হামলা চালায়। টেলিগ্রামে পোস্ট করা বিবৃতিতে বলা হয়, শত্রুরা রুশ বাহিনীর অগ্রগতি থামাতে চায়।

এদিকে ইউক্রেনের প্রেসিডেন্টের কার্যালয়ের প্রধান আন্দ্রি ইয়ারমাক বলেছেন, কুরস্ক অঞ্চল থেকে ভালো খবর আসছে। রাশিয়া তাদের প্রাপ্য শাস্তি পাচ্ছে।

তবে ইউক্রেনের এই হামলা যুদ্ধক্ষেত্রে কতটা প্রভাব ফেলবে তা এখনো স্পষ্ট নয়। ধারণা করা হচ্ছে, ইউক্রেনীয় বাহিনী জনবল সংকটে রয়েছে। এদিকে পূর্ব ইউক্রেনের কিছু অঞ্চল রুশ বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে, যা কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ।


অফিস :

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. admin@mytvbd.tv