পাকিস্তানের বিমান হামলায় আফগানিস্তানের পাশে দাঁড়াল ভারত

আপলোড সময় : ০৬-০১-২০২৫ ০৫:১২:১০ অপরাহ্ন , আপডেট সময় : ০৬-০১-২০২৫ ০৫:১২:১০ অপরাহ্ন
আফগানিস্তানে বেসামরিক নাগরিকদের ওপর পাকিস্তানি হামলার তীব্র নিন্দা জানিয়েছে ভারত। সোমবার (৬ জানুয়ারি) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, ইসলামাবাদ তার অভ্যন্তরীণ ব্যর্থতা ঢাকতে প্রতিবেশীদের দোষারোপ করার পুরনো অভ্যাস অনুসরণ করছে।

এ প্রসঙ্গে আফগানিস্তানের দাবি, ২০২৩ সালের ২৪ ডিসেম্বর পাকতিকা প্রদেশের বারমাল জেলায় পাকিস্তানি বিমান হামলায় নারী ও শিশুসহ অন্তত ৫১ জন নিহত হয়েছেন। ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, “আমরা নারী ও শিশুসহ আফগান বেসামরিক নাগরিকদের ওপর হামলার খবর পেয়েছি, যার ফলে অনেক মূল্যবান প্রাণ হারিয়েছে।”

তিনি আরও বলেন, “আমরা স্পষ্টভাবে বলছি যে, নিরপরাধ বেসামরিক নাগরিকদের ওপর কোনো ধরনের হামলা একেবারেই নিন্দনীয়। পাকিস্তান তার অভ্যন্তরীণ ব্যর্থতা ঢাকতে প্রতিবেশী দেশগুলোকে দোষারোপ করতে অভ্যস্ত।”

এদিকে, আফগানিস্তান এই হামলাকে আন্তর্জাতিক নীতির স্পষ্ট লঙ্ঘন ও আগ্রাসন হিসেবে গণ্য করছে। আফগান জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র এনায়াতুল্লাহ খোয়ারজমি বলেছেন, “পাকিস্তানকে এই কাপুরুষোচিত হামলার জন্য অবশ্যই জবাবদিহি করতে হবে।”

এই ঘটনায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে স্থানীয়রা।
 


অফিস :

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. admin@mytvbd.tv