বিশ্বের দীর্ঘতম চালকবিহীন ট্রেন চালু করল সৌদি

আপলোড সময় : ০৬-০১-২০২৫ ০৫:৩৫:১৮ অপরাহ্ন , আপডেট সময় : ০৬-০১-২০২৫ ০৫:৩৫:১৮ অপরাহ্ন
চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত মেট্রোরেলের ভাড়ার ওপর ভ্যাট ছাড়ের মেয়াদ বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। সোমবার (৬ জানুয়ারি) এনবিআরের দ্বিতীয় সচিব (মূসক আইন ও বিধি) ব্যারিস্টার মো. বদরুজ্জামান মুন্সী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

এনবিআরের প্রজ্ঞাপনে বলা হয়েছে, মেট্রোরেল বাংলাদেশের আধুনিক এবং জনপ্রিয় গণপরিবহন হিসেবে যানজট নিরসন এবং কর্মঘণ্টা সাশ্রয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এই সেবা আরও জনপ্রিয় করতে এর যাতায়াত ব্যয় সাশ্রয়ী করা প্রয়োজন, এজন্য ভ্যাট ছাড় দেওয়া হচ্ছে।

এনবিআর আরও জানায়, ২০২২ সালের ২৮ ডিসেম্বর থেকে মেট্রোরেলের টিকিটের ওপর ভ্যাট মওকুফ করা হয়েছিল এবং এটি ২০২৪ সালের ৩০ জুন পর্যন্ত কার্যকর ছিল। তবে, গত বছরের ৪ এপ্রিল ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) এনবিআরকে চিঠি দিয়ে জানায় যে, মেট্রোরেলের সেবা এবং টিকিটে মূসক পরিশোধ করার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার অনুরোধ জানায়। সেই সঙ্গে বিভিন্ন সামাজিক সংগঠনও একই অনুরোধ করেছিল। এর পরিপ্রেক্ষিতে ভ্যাট ছাড়ের মেয়াদ আরও বাড়ানো হলো।


Chairman & Managing Director : Nasir Uddin

Director News & Broadcast : Zeker Uddin Samrat

 __________________________________________________________

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. news@mytvbd.tv