ফটকে ‘বিশ্ববিদ্যালয়’ লিখা ব্যানার টানালেন তিতুমীরের শিক্ষার্থীরা

আপলোড সময় : ০৭-০১-২০২৫ ০২:১০:২৩ অপরাহ্ন , আপডেট সময় : ০৭-০১-২০২৫ ০২:১০:২৩ অপরাহ্ন
প্রধান ফটকে ‘তিতুমীর বিশ্ববিদ্যালয়’ লেখা ব্যানার টানিয়েছেন সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীরা। তারা কলেজটিকে দ্রুত বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে আন্দোলন করছেন।

মঙ্গলবার (৭ জানুয়ারি) সকালে কলেজের মূল ফটকে এই ব্যানার টাঙানো হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত রাজধানীর সরকারি ৭টি কলেজের মধ্যে একটি হলো সরকারি তিতুমীর কলেজ। ঢাবি অধিভুক্ত কলেজগুলোর শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দাবি জানিয়ে আসছেন। তবে, সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীরা তাদের কলেজটিকে একটি আলাদা বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবি করছেন।

এ দাবিতে তারা কয়েক দফা সড়ক ও রেলপথ অবরোধসহ বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন। শিক্ষার্থীদের আন্দোলনের মুখে গত ৩ ডিসেম্বর কলেজটিকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করা সম্ভব কি না, তা যাচাইয়ে ৫ সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করেছে শিক্ষা মন্ত্রণালয়।


অফিস :

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. admin@mytvbd.tv