কলকাতায় আটকে পড়া ২২০ বাংলাদেশি ঢাকায় পৌঁছেছেন

আপলোড সময় : ০৭-০১-২০২৫ ০২:৪৮:৩৯ অপরাহ্ন , আপডেট সময় : ০৭-০১-২০২৫ ০২:৪৮:৩৯ অপরাহ্ন
পশ্চিমবঙ্গের কলকাতা নেতাজি সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে আটকে পড়া ২২০ জন বাংলাদেশি ঢাকা পৌঁছেছেন। তারা সবাই মালয়েশিয়া থেকে ঢাকায় ফিরছিলেন।

সোমবার (৬ জানুয়ারি) রাত দেড়টায় কলকাতা থেকে ছেড়ে আসা মালিন্দো এয়ারের ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আড়াইটায় অবতরণ করেছে বলে বিমানবন্দরের সূত্র নিশ্চিত করেছে।

এর আগে রোববার রাতে কুয়ালালামপুর থেকে ঢাকা আসার পথে মালিন্দো এয়ারের (ফ্লাইট নম্বর ওডি-১৬২) প্লেন ঘন কুয়াশার কারণে কলকাতায় জরুরি অবতরণ করে। প্লেনটির রাত ৩টায় ঢাকায় পৌঁছানোর কথা ছিল।

বিমানবন্দরে আটকে পড়া যাত্রীদের অভিযোগ, ১৬ ঘণ্টা পার হলেও কলকাতা থেকে বাংলাদেশে তাদের ফেরানোর বিষয়ে কোনো উদ্যোগ নেয়া হয়নি।

নেতাজি সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, বিমানটি রাতে আড়াইটায় ঢাকা পৌঁছানোর কথা থাকলেও ঘন কুয়াশার কারণে ২২০ জন যাত্রী নিয়ে কলকাতায় জরুরি অবতরণ করতে হয়।

যাত্রীদের অভিযোগ, বিমান সংস্থার সঙ্গে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তারা ভারতীয় আঞ্চলিক অফিস কিংবা কুয়ালালামপুরের সদর দফতরের সাথে যোগাযোগ স্থাপন করতে পারেনি।

কলকাতায় আটকে পড়া মালিন্দো এয়ারের একজন যাত্রী রিয়াজ ফাহাদী জানান, কুয়ালালামপুর বিমানবন্দর থেকে রাত ১০টায় বিমানটি ছাড়ার কথা থাকলেও সেখানে ১ ঘণ্টা দেরি হয়। বিমানটি সঠিকভাবে চললে ভোর ৩টায় ঢাকা পৌঁছানোর কথা ছিল, কিন্তু ঘন কুয়াশার কারণে ২২০ জন যাত্রী নিয়ে কলকাতায় অবতরণ করতে হয়। যাত্রীদের সকাল ৯টা পর্যন্ত বিমানে অপেক্ষা করতে হয়েছে।

পরে বিভিন্ন গণমাধ্যমে যাত্রীদের দুর্ভোগের খবর প্রকাশ হওয়ার পর বিমান কর্তৃপক্ষ দ্রুত পদক্ষেপ গ্রহণ করে তাদের ঢাকায় ফেরানোর ব্যবস্থা করে।


অফিস :

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. admin@mytvbd.tv