এইচএসসি পরীক্ষা শুরুর সময় জানালো শিক্ষা বোর্ড

আপলোড সময় : ০৭-০১-২০২৫ ০৬:০৩:১০ অপরাহ্ন , আপডেট সময় : ০৭-০১-২০২৫ ০৬:০৩:১০ অপরাহ্ন
চলতি বছরের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা আগামী জুনের শেষ সপ্তাহে শুরু হবে বলে জানিয়েছেন ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. আবুল বাশার। তিনি জানান, পরীক্ষার রুটিন প্রস্তুতির কাজ চলছে এবং সে অনুযায়ী প্রস্তুতি নেওয়া হচ্ছে।

মঙ্গলবার (৭ জানুয়ারি) গণমাধ্যমকে ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক আবুল বাশার বলেন, জুনের শেষ সপ্তাহে এইচএসসি পরীক্ষা শুরু হবে এবং সম্ভাব্য পরীক্ষা সূচির (রুটিন) খসড়া প্রস্তুতির কাজ চলছে। তিনি আশা প্রকাশ করেন, চলতি মাসের তৃতীয় সপ্তাহে এই সূচি অনুমোদনের জন্য মন্ত্রণালয়ে পাঠানো যাবে।

ঢাকা শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, এইচএসসি ও সমমান পরীক্ষার ফরম পূরণ ২ মার্চ থেকে শুরু হবে। এছাড়া, ২৭ ফেব্রুয়ারির মধ্যে কলেজগুলোকে এইচএসসি নির্বাচনী পরীক্ষার ফল প্রকাশ করতে হবে, তার পরই ফরম পূরণের কাজ শুরু হবে।

এদিকে, ২০২৪ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা ৩০ জুন শুরু হয়েছিল। তবে আন্দোলনের কারণে পরীক্ষাটি মাঝপথে স্থগিত করা হয়। পরবর্তীতে ৫ আগস্ট সরকার পতনের পর ১১ সেপ্টেম্বর থেকে বাকি পরীক্ষাগুলো নেওয়ার সিদ্ধান্ত হয়। তবে, পরীক্ষার্থীরা সেগুলো না দেওয়ার দাবিতে আন্দোলন করেছিল। তাদের দাবির পরিপ্রেক্ষিতে এসএসসি ও সমমান পরীক্ষার নম্বর বিবেচনা করে সাবজেক্ট ম্যাপিং করে ১৫ অক্টোবর ফল প্রকাশ করা হয়।


অফিস :

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. admin@mytvbd.tv