হত্যা মামলার আসামি সাদপন্থি ২৩ জনের আগাম জামিন

আপলোড সময় : ০৮-০১-২০২৫ ০৪:১৬:১৯ অপরাহ্ন , আপডেট সময় : ০৮-০১-২০২৫ ০৪:১৬:১৯ অপরাহ্ন
গাজীপুরের টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমা মাঠ দখল নিয়ে সংঘর্ষে হতাহতের মামলায় দিল্লির মাওলানা সাদ কান্ধলভীর অনুসারীদের প্রধান সৈয়দ ওয়াসিফুল ইসলামসহ ২৩ জনকে আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট। বুধবার (৮ জানুয়ারি) বিচারপতি মোহাম্মদ মাহবুব-উল ইসলাম ও বিচারপতি মো. হামিদুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। আসামিদের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী আব্দুল্লাহ আল মামুন, আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মুহাম্মদ মুজিবুর রহমান।

আইনজীবী আব্দুল্লাহ আল মামুন জানান, মামলার আসামিদের অধিকাংশই ৮০ বছরের বেশি বয়সী, যারা সমাজের বয়োজ্যেষ্ঠ ও সম্মানিত ব্যক্তি। আদালত পুলিশ প্রতিবেদন না আসা পর্যন্ত তাদের জামিন মঞ্জুর করেছেন।

তাবলীগ জামাতের দুই পক্ষ—দিল্লির মাওলানা সাদ কান্ধলভী এবং বাংলাদেশের মাওলানা জুবায়ের আহমদের অনুসারীদের বিরোধ ২০১৯ সাল থেকে চলে আসছে। মতপার্থক্যের কারণে বিশ্ব ইজতেমা দুই ভাগে বিভক্ত হয়। প্রথম পর্বে জুবায়েরপন্থিরা ৩১ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি, আর দ্বিতীয় পর্বে সাদপন্থিরা ৭ থেকে ৯ ফেব্রুয়ারি ইজতেমা করবেন বলে সিদ্ধান্ত হয়।

গত বছরের ২৯ নভেম্বর থেকে ৩ ডিসেম্বর জুবায়েরপন্থিরা টঙ্গীর ইজতেমা মাঠে পাঁচ দিনের জোড় ইজতেমা পালন করেন। এরপর ২০ ডিসেম্বর থেকে সাদপন্থিরা জোড় ইজতেমার ঘোষণা দেন। তবে জুবায়েরপন্থিরা সাদের অনুসারীদের জোড় ইজতেমা বন্ধের দাবি জানিয়ে বিক্ষোভ এবং সড়ক অবরোধ করেন।

পরিস্থিতি উত্তপ্ত হলে ১৭ ডিসেম্বর শেষ রাতে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে, যা পরদিন দুপুর পর্যন্ত চলে। সংঘর্ষে তিনজন নিহত এবং অন্তত ৫০ জন আহত হন। এই ঘটনায় ১৯ ডিসেম্বর টঙ্গী পশ্চিম থানায় হত্যা মামলা করা হয়, যেখানে ২৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও শতাধিক ব্যক্তিকে আসামি করা হয়।

মামলার এক আসামি মোয়াজ বিন নূরকে ২০ ডিসেম্বর গ্রেপ্তার করা হয়, যিনি সাদপন্থিদের মুখপাত্র। এরপর ২৪ ডিসেম্বর হাইকোর্টে ২৫ জন আসামি জামিন আবেদন করেন। আজকের জামিন আদেশের মাধ্যমে ২৩ জন আসামির জামিন মঞ্জুর হলো।


অফিস :

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. admin@mytvbd.tv