শাশুড়িকে কাছে পেয়ে আবেগাপ্লুত জোবাইদা রহমান

আপলোড সময় : ০৮-০১-২০২৫ ০৫:১১:৩৩ অপরাহ্ন , আপডেট সময় : ০৮-০১-২০২৫ ০৫:১১:৩৩ অপরাহ্ন
উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যের লন্ডনে পৌঁছেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বুধবার (৮ জানুয়ারি) বাংলাদেশ সময় বেলা ২টা ৫৫ মিনিটে কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সটি লন্ডনের হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

হিথ্রো বিমানবন্দর কর্তৃপক্ষ তাকে ভিআইপি প্রটোকল প্রদান করে। এ সময় তাকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডা. জুবাইদা রহমান। দীর্ঘদিন পর মা-ছেলের সাক্ষাতে আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়।

বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, যুক্তরাজ্যের বাংলাদেশ হাই কমিশনের পক্ষ থেকেও খালেদা জিয়াকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। ভারপ্রাপ্ত হাই কমিশনার হযরত আলী খান তাকে শুভেচ্ছা জানান।

মঙ্গলবার রাত ১১টা ৪৬ মিনিটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কাতারের দোহা হয়ে লন্ডনের উদ্দেশে রওনা দেন খালেদা জিয়া। বিদায় জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের শীর্ষ নেতারা।

জানা গেছে, লন্ডনে পৌঁছানোর পর তাকে চিকিৎসার জন্য ভর্তি করা হবে একটি বিশেষায়িত ক্লিনিকে। দীর্ঘদিন ধরে লিভার সিরোসিসসহ বিভিন্ন জটিল রোগে ভুগছেন বেগম খালেদা জিয়া। উন্নত চিকিৎসার জন্যই তাকে বিদেশে নেওয়া হয়। ২০১৭ সালের পর এটি খালেদা জিয়ার প্রথম বিদেশযাত্রা।


অফিস :

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. admin@mytvbd.tv