পুলিশের সাবেক আইজিপি বেনজীর আহমেদের স্ত্রী জিশান মির্জা এবং ছোট মেয়ে তাহসিন রাইসা বিনতে বেনজীরের আয়কর নথি জব্দের নির্দেশ দিয়েছেন আদালত।
বুধবার (৮ জানুয়ারি) ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক জাকির হোসেন গালিব দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। দুদকের উপ-পরিচালক মুহাম্মদ জয়নাল আবেদীন আদালতে এ সংক্রান্ত আবেদন করেন।
দুদকের আবেদনে বলা হয়, জিশান মির্জা মিথ্যা তথ্য প্রদানের মাধ্যমে ১৬ কোটি ১ লাখ ৭১ হাজার ৩৩৬ টাকা মূল্যের সম্পদ অর্জনের তথ্য গোপন করেছেন। এছাড়া, ৩১ কোটি ৬৯ লাখ ৫৫ হাজার ১৪৯ টাকা মূল্যের জ্ঞাত আয়বহির্ভূত স্থাবর ও অস্থাবর সম্পদ অর্জন করেছেন। তিনি দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪-এর ২৬ (২) ও ২৭ (১) ধারা লঙ্ঘন করেছেন।
অভিযোগে আরও বলা হয়, বেনজীর আহমেদ বাংলাদেশ পুলিশের গুরুত্বপূর্ণ পদে কর্মরত থাকাকালীন ক্ষমতার অপব্যবহার করে এসব সম্পদ অর্জনে সহায়তা করেন।
তাহসিন রাইসার বিরুদ্ধে অভিযোগে বলা হয়, তিনি ৫ কোটি ৫৯ লাখ ৫৫ হাজার ৮৫ টাকা মূল্যের জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ ভোগদখলে রেখেছেন। একইসঙ্গে, তার পিতা বেনজীর আহমেদ ক্ষমতার অপব্যবহার করে তাকে এই অপরাধে সহায়তা করেছেন বলে উল্লেখ করা হয়েছে।
মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে আয়কর রিটার্নসহ সংশ্লিষ্ট রেকর্ডপত্র জব্দ করার প্রয়োজনীয়তা উল্লেখ করে আদালত এ আদেশ দেন।
বুধবার (৮ জানুয়ারি) ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক জাকির হোসেন গালিব দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। দুদকের উপ-পরিচালক মুহাম্মদ জয়নাল আবেদীন আদালতে এ সংক্রান্ত আবেদন করেন।
দুদকের আবেদনে বলা হয়, জিশান মির্জা মিথ্যা তথ্য প্রদানের মাধ্যমে ১৬ কোটি ১ লাখ ৭১ হাজার ৩৩৬ টাকা মূল্যের সম্পদ অর্জনের তথ্য গোপন করেছেন। এছাড়া, ৩১ কোটি ৬৯ লাখ ৫৫ হাজার ১৪৯ টাকা মূল্যের জ্ঞাত আয়বহির্ভূত স্থাবর ও অস্থাবর সম্পদ অর্জন করেছেন। তিনি দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪-এর ২৬ (২) ও ২৭ (১) ধারা লঙ্ঘন করেছেন।
অভিযোগে আরও বলা হয়, বেনজীর আহমেদ বাংলাদেশ পুলিশের গুরুত্বপূর্ণ পদে কর্মরত থাকাকালীন ক্ষমতার অপব্যবহার করে এসব সম্পদ অর্জনে সহায়তা করেন।
তাহসিন রাইসার বিরুদ্ধে অভিযোগে বলা হয়, তিনি ৫ কোটি ৫৯ লাখ ৫৫ হাজার ৮৫ টাকা মূল্যের জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ ভোগদখলে রেখেছেন। একইসঙ্গে, তার পিতা বেনজীর আহমেদ ক্ষমতার অপব্যবহার করে তাকে এই অপরাধে সহায়তা করেছেন বলে উল্লেখ করা হয়েছে।
মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে আয়কর রিটার্নসহ সংশ্লিষ্ট রেকর্ডপত্র জব্দ করার প্রয়োজনীয়তা উল্লেখ করে আদালত এ আদেশ দেন।