আফগানিস্তান ক্রিকেট দলের নতুন দায়িত্ব পেলেন ইউনিস খান

আপলোড সময় : ০৮-০১-২০২৫ ০৬:০১:০৩ অপরাহ্ন , আপডেট সময় : ০৮-০১-২০২৫ ০৬:০১:০৩ অপরাহ্ন
আফগানিস্তান ক্রিকেট দলের নতুন মেন্টর হিসেবে নিয়োগ পেলেন পাকিস্তানের সাবেক কিংবদন্তী ব্যাটসম্যান ইউনিস খান। আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) তাকে এই দায়িত্ব দিয়েছে। এর আগে তিনি আফগান দলের ব্যাটিং কোচ হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

ক্রিকবাজের এক প্রতিবেদনে (৮ জানুয়ারি) এসিবির মুখপাত্র নাসিম সাদাত জানান, "এসিবি পাকিস্তানের সাবেক অভিজ্ঞ ব্যাটসম্যান ইউনিস খানকে মেন্টর হিসেবে নিয়োগ দিয়েছে। পাকিস্তানে টুর্নামেন্ট শুরুর আগে তিনি আফগান দলের সঙ্গে যোগ দেবেন।"

২০০০ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক করা ইউনিস খান ১৭ বছর ধরে পাকিস্তান জাতীয় দলের হয়ে খেলেছেন। ১১৮টি টেস্ট ম্যাচে ১০ হাজার ৯৯ রান, ২৬৫টি ওয়ানডে ম্যাচে ৭ হাজার ২৪৯ রান এবং ২৫টি টি-টোয়েন্টি ম্যাচে ৪৪২ রান করেছেন তিনি।

২০১৭ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন ইউনিস খান। এরপর তিনি বিভিন্ন পর্যায়ে কোচিং শুরু করেন, পাকিস্তান জাতীয় দলের ব্যাটিং কোচ হিসেবে দায়িত্ব পালন করেন এবং পাকিস্তান সুপার লিগে (পিএসএল) পেশওয়ার জালমিরের দায়িত্বও পালন করেছেন। সর্বশেষ আবুধাবি টি-টেন লিগে বাংলা টাইগার্সের প্রধান কোচ ছিলেন।

এখন তিনি আফগানিস্তান ক্রিকেটের মেন্টর হিসেবে নতুন দায়িত্বে যোগ দিতে চলেছেন, যা তার কোচিং ক্যারিয়ারের আরেকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।


Chairman & Managing Director : Nasir Uddin

Director News & Broadcast : Zeker Uddin Samrat

 __________________________________________________________

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. news@mytvbd.tv