নওগাঁয় বিজিবির বাধায় কাঁটাতারের বেড়া দিতে পারেনি বিএসএফ

আপলোড সময় : ০৮-০১-২০২৫ ০৬:২৯:৪৮ অপরাহ্ন , আপডেট সময় : ০৮-০১-২০২৫ ০৬:২৯:৪৮ অপরাহ্ন
নওগাঁর ধামইরহাট উপজেলার বস্তাবর সীমান্তে বিজিবির বাধায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কাঁটাতারের বেড়া নির্মাণ কাজ বন্ধ করে দিয়েছে। তবে বর্তমানে সেখানকার পরিস্থিতি স্থিতিশীল রয়েছে।

বুধবার (৮ জানুয়ারি) বিকেলে নওগাঁ ১৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ইকবাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বুধবার সকালে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) একটি দল বস্তাবর এলাকায় কাঁটাতারের বেড়া স্থাপন করতে আসে। কিন্তু ওই সীমান্তে প্রায় ৬শ গজ এলাকাজুড়ে কোনো বেড়া নেই এবং আইন অনুযায়ী দুই দেশের সীমান্ত পিলার থেকে দেড়শ গজের মধ্যে স্থায়ী কোনো স্থাপনা কিংবা বেড়া নির্মাণ করা যাবে না, এটি দুই দেশের জন্যই প্রযোজ্য। বিএসএফ সদস্যরা আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে কাঁটাতারের বেড়া নির্মাণ করতে আসলে বিজিবি সদস্যরা তাদের বাধা দেয়। এরপর বিএসএফের সদস্যরা কাজ না করে ফিরে যায়।

অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ইকবাল হোসেন আরও বলেন, এ বিষয়ে দুই দেশের কোম্পানি কমান্ডার পর্যায়ে বৈঠক আহ্বান করা হয়েছে। বৈঠকটি ফলপ্রসূ না হলে উচ্চ পর্যায়ে আলোচনা করা হবে। তিনি বলেন, সীমান্তে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিজিবি সবসময় সতর্ক অবস্থায় রয়েছে।


অফিস :

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. admin@mytvbd.tv