ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী অরুণা বিশ্বাস একসময় তার অভিনয় দক্ষতায় ভক্তদের হৃদয় জয় করেছিলেন। তবে সাম্প্রতিক বছরগুলোতে বিভিন্ন বিতর্কের কারণে তিনি আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন। বিশেষ করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তার ভূমিকা নিয়ে ব্যাপক সমালোচনার মুখোমুখি হতে হয়।
সেই আন্দোলনের সময় ‘আলো আসবেই’ নামের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে আওয়ামী লীগ সমর্থিত কিছু অভিনয়শিল্পীর সঙ্গে তার নাম জড়ায়। অভিযোগ ওঠে, ওই গ্রুপে ছাত্রদের আন্দোলন দমন করার পরিকল্পনা করা হয়েছিল। ওই সময় অরুণা বিশ্বাসের শিক্ষার্থীদের ওপর ‘গরম জল’ ঢেলে দেওয়ার কথোপকথনের একটি স্ক্রিনশট ভাইরাল হলে তা ব্যাপক ক্ষোভ সৃষ্টি করে। এরপর তিনি যুক্তরাষ্ট্রে পাড়ি জমান।
সাম্প্রতিক সময়ে অরুণা বিশ্বাস আবারও বিতর্কে জড়ালেন। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার যুক্তরাজ্যে গিয়ে বড় ছেলে তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ এবং দীর্ঘদিন পর মা-ছেলের আবেগঘন মুহূর্তের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। অরুণা বিশ্বাস ওই ছবি নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করে লেখেন, “মা আর সন্তান, এটাই পৃথিবীর সবচাইতে সুন্দর দৃশ্য। মা।”
তবে খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি পোস্ট করায় অরুণার বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। আওয়ামী লীগ সমর্থিত নেটিজেনরা তার অতীত ভূমিকা এবং ছাত্র আন্দোলনে বিতর্কিত কার্যকলাপ নিয়ে প্রশ্ন তোলেন। একপর্যায়ে সমালোচনার মুখে পড়ে ছবিটি ফেসবুক থেকে সরিয়ে দেন তিনি।
এ প্রসঙ্গে উল্লেখযোগ্য, আলোচিত ‘আলো আসবেই’ গ্রুপে অরুণা বিশ্বাস ছাড়াও সোহানা সাবা, জ্যোতিকা জ্যোতি, রিয়াজ আহমেদ, সুবর্ণা মুস্তাফা, শমী কায়সারসহ আরও অনেক অভিনয়শিল্পীর নাম জড়িয়ে আছে।
অরুণা বিশ্বাসের এই পোস্ট ও পরবর্তী বিতর্ক তার ক্যারিয়ার এবং সামাজিক অবস্থানে নতুন করে প্রশ্নের জন্ম দিয়েছে।
সেই আন্দোলনের সময় ‘আলো আসবেই’ নামের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে আওয়ামী লীগ সমর্থিত কিছু অভিনয়শিল্পীর সঙ্গে তার নাম জড়ায়। অভিযোগ ওঠে, ওই গ্রুপে ছাত্রদের আন্দোলন দমন করার পরিকল্পনা করা হয়েছিল। ওই সময় অরুণা বিশ্বাসের শিক্ষার্থীদের ওপর ‘গরম জল’ ঢেলে দেওয়ার কথোপকথনের একটি স্ক্রিনশট ভাইরাল হলে তা ব্যাপক ক্ষোভ সৃষ্টি করে। এরপর তিনি যুক্তরাষ্ট্রে পাড়ি জমান।
সাম্প্রতিক সময়ে অরুণা বিশ্বাস আবারও বিতর্কে জড়ালেন। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার যুক্তরাজ্যে গিয়ে বড় ছেলে তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ এবং দীর্ঘদিন পর মা-ছেলের আবেগঘন মুহূর্তের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। অরুণা বিশ্বাস ওই ছবি নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করে লেখেন, “মা আর সন্তান, এটাই পৃথিবীর সবচাইতে সুন্দর দৃশ্য। মা।”
তবে খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি পোস্ট করায় অরুণার বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। আওয়ামী লীগ সমর্থিত নেটিজেনরা তার অতীত ভূমিকা এবং ছাত্র আন্দোলনে বিতর্কিত কার্যকলাপ নিয়ে প্রশ্ন তোলেন। একপর্যায়ে সমালোচনার মুখে পড়ে ছবিটি ফেসবুক থেকে সরিয়ে দেন তিনি।
এ প্রসঙ্গে উল্লেখযোগ্য, আলোচিত ‘আলো আসবেই’ গ্রুপে অরুণা বিশ্বাস ছাড়াও সোহানা সাবা, জ্যোতিকা জ্যোতি, রিয়াজ আহমেদ, সুবর্ণা মুস্তাফা, শমী কায়সারসহ আরও অনেক অভিনয়শিল্পীর নাম জড়িয়ে আছে।
অরুণা বিশ্বাসের এই পোস্ট ও পরবর্তী বিতর্ক তার ক্যারিয়ার এবং সামাজিক অবস্থানে নতুন করে প্রশ্নের জন্ম দিয়েছে।