ময়মনসিংহে কাওয়ালি অনুষ্ঠানে হামলা-ভাঙচুর

আপলোড সময় : ০৯-০১-২০২৫ ১১:১১:৪৪ পূর্বাহ্ন , আপডেট সময় : ০৯-০১-২০২৫ ১১:১১:৪৪ পূর্বাহ্ন
ময়মনসিংহ সদরে হযরত শাহ্সুফী সৈয়দ কালু শাহ (রা.)-এর মিলাদ মাহফিল, দোয়া ও কাওয়ালি অনুষ্ঠানে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। বুধবার (৮ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে নগরীর থানাঘাট ব্রহ্মপুত্র নদের পাড়ে এ ঘটনা ঘটে। হামলার ভিডিও রাত ১১টার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে, যা জনমনে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি করে।

ভিডিওতে দেখা যায়, প্রায় শতাধিক ব্যক্তি অনুষ্ঠানস্থলে হামলা চালিয়ে মঞ্চ, সাউন্ড সিস্টেম, এবং শতাধিক চেয়ার ভাঙচুর করেন। অনুষ্ঠান পরিচালনায় থাকা শিল্পী মিজান বাউলা জানান, “গত ৪৫ বছর ধরে এখানে শান্তিপূর্ণভাবে মিলাদ মাহফিল ও কাওয়ালি অনুষ্ঠান হয়ে আসছে। কখনো এমন ঘটনা ঘটেনি। কিন্তু এবার বড় মসজিদ মাদ্রাসার একদল হুজুর এসে অনুষ্ঠান চলাকালীন ভাঙচুর শুরু করে। এতে কয়েকজন আহত হয়েছেন, এবং আতঙ্ক ছড়িয়ে পড়ে।”

কোতোয়ালি মডেল থানার ওসি শফিকুল ইসলাম খান জানান, বড় মসজিদ জামিয়া ফয়জুর রহমান রহ. মাদ্রাসার ছাত্ররা কাওয়ালি অনুষ্ঠানে ভাঙচুর চালান। তবে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। তিনি বলেন, “চেয়ার ও মঞ্চ ভাঙচুর করা হলেও গুরুতর আহত হওয়ার কোনো খবর পাওয়া যায়নি। ঘটনার পেছনে কারণ খতিয়ে দেখা হচ্ছে।”

এ ঘটনাকে ঘিরে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা দীর্ঘদিন ধরে চলা এ ঐতিহ্যবাহী অনুষ্ঠানে এমন হামলার নিন্দা জানিয়ে দোষীদের শাস্তির দাবি করেছেন।


অফিস :

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. admin@mytvbd.tv