নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা ট্রাকে মোটরসাইকেলের ধাক্কা, ২ যুবক নিহত

আপলোড সময় : ০৯-০১-২০২৫ ১১:১৮:৪৯ পূর্বাহ্ন , আপডেট সময় : ০৯-০১-২০২৫ ১১:১৮:৪৯ পূর্বাহ্ন
ময়মনসিংহের হালুয়াঘাটে দাঁড়িয়ে থাকা ট্রাকে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলের ধাক্কায় দুই যুবক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন একজন।বৃহস্পতিবার (৯ জানুয়ারি) ভোর ৪টার দিকে হালুয়াঘাট-ময়মনসিংহ আঞ্চলিক সড়কে উপজেলার ফায়ার সার্ভিস কার্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।প্রত্যক্ষদশীদের বরাত দিয়ে হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের জানান, ভোর ৪টার দিকে হালুয়াঘাট-ময়মনসিংহ আঞ্চলিক সড়কে উপজেলার ফায়ার সার্ভিস কার্যালয়ের সামনে দাঁড়িয়ে থাকা ট্রাকে ময়মনসিংহগামী একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা দেয়। এতে সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই দুই যুবক নিহত হন।

 এ সময় আহত হন একজন। আহত ব্যক্তিকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় নেয়া হয়েছে বলে জানান ওসি।


অফিস :

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. admin@mytvbd.tv