চট্টগ্রাম আদালত থেকে চুরি হওয়া ৯ বস্তা মামলার নথি (কেস ডকেট বা সিডি) উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এক চা বিক্রেতাকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সকালে কোতোয়ালী থানা এলাকা থেকে নথিগুলো উদ্ধার করা হয়।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল করিম বিষয়টি নিশ্চিত করে বলেন, "এ ঘটনায় এক চা বিক্রেতাকে আটক করা হয়েছে। অভিযান চলছে। পরবর্তী সময়ে বিস্তারিত জানানো হবে।"
এর আগে চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) মফিজুল হক ভূঁইয়া ১,৯১১টি মামলার নথি হারানোর অভিযোগ করেন। এ ঘটনায় গত রোববার (৫ জানুয়ারি) কোতোয়ালী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।
জিডিতে উল্লেখ করা হয়, মহানগর পিপি অফিসে প্রায় ২৮-৩০টি আদালতের কেস ডকেট সংরক্ষিত ছিল। জায়গা স্বল্পতার কারণে ২০২৩ সালের ২৪ এপ্রিল প্লাস্টিকের বস্তায় পলিথিনে মোড়ানো ১,৯১১টি কেস ডকেট পিপি অফিসের সামনের বারান্দায় রাখা হয়।
১২ ডিসেম্বর মহানগর কোর্টের ভেকেশন কোর্ট শেষ হওয়ার পর ১৩ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বরের মধ্যে নথিগুলো হারিয়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর না পেয়ে জিডি করা হয়।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল করিম বিষয়টি নিশ্চিত করে বলেন, "এ ঘটনায় এক চা বিক্রেতাকে আটক করা হয়েছে। অভিযান চলছে। পরবর্তী সময়ে বিস্তারিত জানানো হবে।"
এর আগে চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) মফিজুল হক ভূঁইয়া ১,৯১১টি মামলার নথি হারানোর অভিযোগ করেন। এ ঘটনায় গত রোববার (৫ জানুয়ারি) কোতোয়ালী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।
জিডিতে উল্লেখ করা হয়, মহানগর পিপি অফিসে প্রায় ২৮-৩০টি আদালতের কেস ডকেট সংরক্ষিত ছিল। জায়গা স্বল্পতার কারণে ২০২৩ সালের ২৪ এপ্রিল প্লাস্টিকের বস্তায় পলিথিনে মোড়ানো ১,৯১১টি কেস ডকেট পিপি অফিসের সামনের বারান্দায় রাখা হয়।
১২ ডিসেম্বর মহানগর কোর্টের ভেকেশন কোর্ট শেষ হওয়ার পর ১৩ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বরের মধ্যে নথিগুলো হারিয়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর না পেয়ে জিডি করা হয়।