সৌদি আরবে আকস্মিক বন্যা, মক্কা-মদিনায় রেড অ্যালার্ট জারি

আপলোড সময় : ০৯-০১-২০২৫ ১২:৫৮:০৯ অপরাহ্ন , আপডেট সময় : ০৯-০১-২০২৫ ১২:৫৮:০৯ অপরাহ্ন
সৌদি আরবের রাজধানী রিয়াদ, পবিত্র মক্কা ও মদিনাসহ দেশের বিভিন্ন অঞ্চল বন্যায় বিপর্যস্ত হয়ে পড়েছে। সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) জানিয়েছে, সোমবার জেদ্দা শহর এবং আশেপাশের এলাকাসহ মক্কা ও মদিনা অঞ্চলে ব্যাপক বৃষ্টিপাত, বজ্রপাত এবং শিলাবৃষ্টি হয়েছে।

দেশটির পরিবেশ, পানি ও কৃষি মন্ত্রণালয় জানিয়েছে, বদর প্রদেশের আল-শাফিয়া এলাকায় সর্বোচ্চ ৪৯.২ মিমি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, এবং জেদ্দা শহরের আল-বাসাতিন এলাকায় ৩৮ মিমি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এছাড়া, মদিনা শহরের মসজিদে নববী এলাকার হারাম অঞ্চলে ৩৬.১ মিমি বৃষ্টিপাত হয়েছে। কুবা মসজিদ-এর কাছে ২৮.৪ মিমি বৃষ্টিপাত হয়েছে।

এদিকে, সৌদি আরবের এনসিএম (ন্যাশনাল সেন্টার ফর মেটিওরোলজি) জানিয়েছে, পূর্বাঞ্চল এবং রিয়াদ, আসির ও জাজান প্রদেশে ব্যাপক বন্যা দেখা দিয়েছে, এবং এসব অঞ্চলে অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে। সংশ্লিষ্ট এলাকাগুলোর জনগণকে বন্যার ঝুঁকি এড়াতে সরকার নির্দেশিত নিরাপত্তা বিধি মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে।

দুর্যোগ মোকাবিলা দপ্তর এবং রেড ক্রিসেন্ট জানিয়েছে, বন্যায় আটকে পড়া মানুষদের উদ্ধার কাজের প্রস্তুতি ইতোমধ্যেই সম্পন্ন করা হয়েছে। জনগণকে নিচু এলাকা ও বন্যার ঝুঁকিপূর্ণ স্থানগুলো এড়িয়ে চলতে বলা হয়েছে। বন্যার ভয়াবহতা সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়েছে, যেখানে বিভিন্ন ভিডিও ও ছবিতে দেখা যাচ্ছে, বন্যার পানির তীব্র স্রোতে গাড়ি ভেসে যাচ্ছে এবং অনেক ভবনের নিচতলা পানিতে তলিয়ে গেছে।

এনসিএম এর সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী, বেশ কিছু এলাকায় এখনও বৃষ্টিপাত অব্যাহত রয়েছে, ফলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

সূত্র : গালফ নিউজ


অফিস :

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. admin@mytvbd.tv