মালয়েশিয়ায় ৬৪ বাংলাদেশিসহ ১৫৩ অভিবাসী আটক

আপলোড সময় : ০৯-০১-২০২৫ ০১:২৬:২৩ অপরাহ্ন , আপডেট সময় : ০৯-০১-২০২৫ ০১:২৬:২৩ অপরাহ্ন
মালয়েশিয়ার সেলাঙ্গর রাজ্যের শাহ আলম এলাকায় অভিযান চালিয়ে ১৫৩ অভিবাসী আটক করেছে অভিবাসন বিভাগ। আটককৃতদের মধ্যে ৬৪ জন বাংলাদেশি রয়েছেন।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) রাত ১টায়, সেকশন ১২ এলাকায় অবস্থিত একটি শ্রমিক আবাসনে অভিযান পরিচালনা করা হয়, যেখানে ৪০০ জন অভিবাসীর কাগজপত্র যাচাই-বাছাই করা হয়। এর মধ্যে ১৩৫ জন পুরুষ এবং ১৯ জন নারী আটক হন। আটককৃতদের মধ্যে ৬৪ জন বাংলাদেশি, ৫৬ জন ইন্দোনেশিয়ান, ২৭ জন মিয়ানমারের, ৫ জন নেপালির এবং ১ জন ভারতীয় নাগরিক রয়েছে।

সেলাঙ্গর ইমিগ্রেশনের পরিচালক খায়রুল আমিনুস কামারউদ্দিন এক বিবৃতিতে জানান, অভিযানে দেখা গেছে, নির্মাণস্থলের বিভিন্ন তলা বিদেশি শ্রমিকদের আবাসন হিসেবে ব্যবহার করা হচ্ছিল এবং সেখানে অপরিচ্ছন্ন ও দুর্গন্ধযুক্ত পরিবেশ ছিল।

এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে ১৯৫৯/৬৩ সালের অভিবাসন আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।


 __________________________________________________________

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. news@mytvbd.tv

web: www.mytvbd,www.mytvbd.com