চাদের প্রেসিডেন্ট কার্যালয়ে বন্দুকধারীদের হামলা, নিহত ১৯

আপলোড সময় : ০৯-০১-২০২৫ ০৫:১২:০৬ অপরাহ্ন , আপডেট সময় : ০৯-০১-২০২৫ ০৫:১২:০৬ অপরাহ্ন
মধ্য-আফ্রিকার দেশ চাদের রাজধানী এন’জামেনায় বুধবার গভীর রাতে প্রেসিডেন্ট কার্যালয়ে হামলা চালিয়েছে একদল অস্ত্রধারী। সরকারি কর্মকর্তাদের তথ্য মতে, এ হামলায় অন্তত ১৯ জন নিহত হয়েছে, যার বেশিরভাগই হামলাকারী।

চাদের সরকারের মুখপাত্র এবং পররাষ্ট্রমন্ত্রী আব্দেরামান কৌলামাল্লাহ জানিয়েছেন, ‘‘২৪ সদস্যের একটি কমান্ডো দল প্রেসিডেন্ট প্রাসাদের রক্ষীদের ওপর হামলা চালায়। তারা বেসামরিক পোশাক পরিধান করে এবং শহরের দক্ষিণাঞ্চল থেকে এসেছে।’’ তিনি এই হামলাকারীদের ‘‘অসহায় বদমাশ’’ বলে অভিহিত করেছেন।

সংঘর্ষের ফলে হামলাকারীদের একজন নিহত এবং ছয়জন আহত হয়েছেন। এছাড়া, প্রেসিডেন্ট প্রাসাদের একজন নিরাপত্তা রক্ষী নিহত ও তিনজন আহত হয়েছেন।

হামলার ঘটনার পর প্রেসিডেন্ট প্রাসাদ ও আশপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয় এবং রাস্তায় যান চলাচল স্বাভাবিক করা হয়। পররাষ্ট্রমন্ত্রী কৌলামাল্লাহ জানান, ‘‘বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা দমন করা হয়েছে।’’

এদিকে, বিরোধী রাজনৈতিক দলগুলো এই হামলার ঘটনায় সন্দেহ প্রকাশ করেছে এবং সরকারকে ‘‘সাজানো নাটক’’ বলে অভিহিত করেছে। পলিটিক্যাল অ্যাক্টরস কনসালটেশন গ্রুপের (জিসিএপি) মুখপাত্র ম্যাক্স কেমকোয়ে বলেছেন, ‘‘এই ঘটনা ক্ষমতাসীনদের ষড়যন্ত্রের ফল।’’

প্রেসিডেন্ট প্রাসাদে হামলার বিষয়ে সরকারের পক্ষ থেকে আরও বিবৃতি আসতে পারে বলে আশা করা হচ্ছে।

সূত্র: এএফপি


অফিস :

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. admin@mytvbd.tv