৪০ মিনিট লাইনে দাঁড়িয়ে আগাম ভোট দিলেন জো বাইডেন

আপলোড সময় : ৩০-১০-২০২৪ ০১:৪৬:৪৪ অপরাহ্ন , আপডেট সময় : ৩০-১০-২০২৪ ০১:৪৬:৪৪ অপরাহ্ন
সাধারণ ভোটারদের সঙ্গে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে আগাম ভোট দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। স্থানীয় সময় সোমবার (২৮ অক্টোবর) নিজ বাড়ি ডেলাওয়ারের উইলমিংটনের একটি কেন্দ্রে গিয়ে ভোট দেন তিনি।এ সময় অন‍্য ভোটারদের সঙ্গে খোশ গল্পে মেতে ওঠেন মার্কিন প্রেসিডেন্ট । কমলা হ্যারিসের জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী প্রেসিডেন্ট বাইডেন বলেন, ‘চলুন, ভোট দিতে যাই।’এমনকি, হুইলচেয়ারে করে আসা একজন বৃদ্ধা নারীকে তার হুইলচেয়ার ঠেলে সাহায্যও করেন মার্কিন প্রেসিডেন্ট। দলীয় প্রার্থী কমলাকে নিয়ে নির্বাচনী কাজ করতেই নির্বাচনের সপ্তাহখানেক আগেই আগাম ভোট দিলেন বাইডেন।
 
নিজ নির্বাচনী এলাকায় বাইডেন ভোট দেবেন এমন তথ‍্য আগেই জানিয়েছিল হোয়াইট হাউজ। এসময় নির্বাচনী কর্মীর কাছে তার পরিচয় হস্তান্তর করেন এবং একটি ফর্মে সই করেন।গেল শনিবার (২৬ অক্টোবর) ডেলাওয়ারে আগাম ভোট গ্রহণ শুরু হয়। ডেমোক্র্যাটদের শক্ত ঘাঁটি ডেলাওয়ার অঙ্গরাজ্যে টানা ৩৬ বছর নির্বাচিত সিনেটর ছিলেন এই বর্ষীয়ান ডেমোক্র্যাট নেতা।
 গেল জুলাইয়ে প্রেসিডেন্ট নির্বাচনের লড়াই থেকে নিজেকে সরিয়ে নেন বাইডেন। পরে তিনি ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের নাম প্রস্তাব করলে তাকে মনোনয়ন দেয়া হয়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন আগামী ৫ নভেম্বর।
 


অফিস :

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. admin@mytvbd.tv