ভারতের তিরুপতি মন্দিরে ভক্তদের হুড়োহুড়িতে পদদলিত হয়ে নিহত ৬

আপলোড সময় : ১০-০১-২০২৫ ০১:০৯:১৭ অপরাহ্ন , আপডেট সময় : ১০-০১-২০২৫ ০১:০৯:১৭ অপরাহ্ন
ভারতের অন্ধ্রপ্রদেশের তিরুপতি মন্দিরে ভক্তদের ভিড়ে হুড়োহুড়িতে পদদলিত হয়ে মারা গেছেন অন্তত ৬ জন। আহত আরও অর্ধশতাধিক মানুষ।মন্দিরের ১০ দিনের বিশেষ আয়োজনে বৈকুণ্ঠদ্বার দর্শনের জন্য টিকিট সংগ্রহে প্রায় ৪ হাজার মানুষের দীর্ঘ সারি তৈরি হয়। এমন অবস্থায় টোকেন দেয়ার ঘোষণা দেয় কর্তৃপক্ষ।এরপরই শুরু হয় হুড়োহুড়ি ও বিশৃঙ্খলা। এ সময় পদদলিত হয়ে হতাহত হন বহু পুণ্যার্থী। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।নিহতদের পরিবারের প্রতি শোক জানিয়েছেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নায়ডু। এটিকে একটি দুর্ঘটনা হিসেবে বর্ণনা করেছেন তিনি।আগামী ১০ থেকে ১৯ জানুয়ারি পর্যন্ত তিরুপতি মন্দিরে চলবে বৈকুণ্ঠ একাদশীর আয়োজন।


অফিস :

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. admin@mytvbd.tv