আগামীকাল চ্যাম্পিয়ন্স ট্রফির দল দেবে বিসিবি

আপলোড সময় : ১১-০১-২০২৫ ০১:০২:৪৪ অপরাহ্ন , আপডেট সময় : ১১-০১-২০২৫ ০১:০২:৪৪ অপরাহ্ন
আগামী ফেব্রুয়ারিতে শুরু হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি। এই টুর্নামেন্টের জন্য ১২ জানুয়ারির মধ্যে স্কোয়াড জমা দেওয়ার সময়সীমা বেঁধে দিয়েছে আইসিসি। তাই নির্ধারিত সময়ের শেষ দিনে, অর্থাৎ আগামীকাল স্কোয়াড জমা দেবে বিসিবি।

এদিকে, গুঞ্জন ছিল চ্যাম্পিয়ন্স ট্রফির মাধ্যমে জাতীয় দলে ফিরছেন তামিম ইকবাল। তবে গতকাল রাতে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেওয়ায় এই আসরে তার খেলা হচ্ছে না। অন্যদিকে, সাকিব আল হাসানের খেলা নিয়ে এখনো অনিশ্চয়তায় রয়েছে বোর্ড।

বিসিবির একজন নির্বাচক জানিয়েছেন, সাকিবের বিষয়টি বোর্ডের সিদ্ধান্তের উপর নির্ভর করছে। তিনি বলেন, "সাকিবের ব্যাপারে এই মুহূর্তে কোনো খবর নেই। তিনি দেশে নেই, কোনো আলাপও হয়নি। আমরা মূলত বোর্ডের নির্দেশনার জন্য অপেক্ষা করছি।"

বিসিবি সূত্র জানায়, কাল আইসিসিতে প্রাথমিক স্কোয়াড জমা দেওয়া হবে। তবে সেটি গণমাধ্যমে প্রকাশ করা হবে না। কারণ স্কোয়াড জমা দেওয়ার পরও আইসিসির নিয়ম অনুযায়ী পরিবর্তনের সুযোগ থাকবে। বিসিবির সেই নির্বাচক বলেন, "দল প্রায় ঠিক করা আছে। তবে আপাতত প্রাথমিক দলটা শুধু আইসিসিতে যাবে। পরে আমরা চূড়ান্ত স্কোয়াড প্রকাশ করব।"


অফিস :

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. admin@mytvbd.tv