অন্তর্বর্তী সরকার ব্যর্থতার দিকে ধাবিত হচ্ছে: রিজভী

আপলোড সময় : ১১-০১-২০২৫ ০১:২১:০৩ অপরাহ্ন , আপডেট সময় : ১১-০১-২০২৫ ০১:২১:০৩ অপরাহ্ন
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা ক্রমেই প্রকট হয়ে উঠছে। নতুন করে শতাধিক পণ্যে ভ্যাট বৃদ্ধির ফলে সাধারণ মানুষের ওপর চাপ আরও বাড়বে এবং সরকারের প্রতি জনগণের আস্থা কমে যেতে পারে।

আজ শনিবার (১১ জানুয়ারি) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে রিজভী এসব কথা বলেন।

তিনি আরও অভিযোগ করেন, নবম-দশম শ্রেণির পৌরনীতি বইয়ে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) ভুল তথ্য প্রদান করেছে। তিনি বলেন, ফ্যাসিবাদের পতনের পরও পাঠ্যবইয়ে আওয়ামী লীগকে হিরো হিসেবে এবং বিএনপিকে হেয় করা হয়েছে, যা কোমলমতি শিক্ষার্থীদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টির উদ্দেশ্যে।

নতুন বইয়ে আওয়ামী বন্দনাসমূহ দ্রুত সংশোধন করার দাবি জানিয়ে রিজভী বলেন, বিএনপির বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রের অংশ হিসেবে আওয়ামী দোসররা ইতিহাস বিকৃতির চেষ্টা করছে।


Chairman & Managing Director : Nasir Uddin

Director News & Broadcast : Zeker Uddin Samrat

 __________________________________________________________

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. news@mytvbd.tv