ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ আপাতত বাংলাদেশ-ভারত সীমান্তে বেড়া নির্মাণ থেকে সরে এসেছে। শুক্রবার (১০ জানুয়ারি) বেঙ্গল ফ্রন্টিয়ারের একটি ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, আপাতত এই নির্মাণ কাজ বন্ধ রাখা হয়েছে।
সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানায়, মালদার বৈষ্ণবনগরে কাঁটা তারের বেড়া দেওয়ার চেষ্টা শুরু করে বিএসএফ। কিন্তু এতে বাংলাদেশি বাহিনী বিজিবির আপত্তি জানালে নির্মাণকাজ বন্ধ রাখা হয়। এরপর পতাকা বৈঠকের মাধ্যমে বিষয়টি চূড়ান্ত করা হয়।
বিএসএফের সিনিয়র কর্মকর্তারা জানিয়েছেন, সীমান্তে আপাতত বেড়া নির্মাণের প্রয়োজনীয়তা নেই, তাই উত্তেজনা এড়াতে এই কাজ স্থগিত রাখা হয়েছে। তবে, পরিস্থিতি স্বাভাবিক হলে ফের কাজ শুরু হবে।
এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির সদস্যদের গ্রামবাসীদের সঙ্গে পাহারার বিষয়টি উঠে আসে। তবে বিএসএফের কর্মকর্তারা দাবি করেছেন, ওই এলাকায় আপাতত কোনো উত্তেজনা নেই।
ভারতের পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশের ২,২১৬ কিলোমিটার সীমান্তের প্রায় ৫০ শতাংশ অংশে কোনো বেড়া নেই। মালদার ১৭২ কিলোমিটারের মধ্যে ২৭ কিলোমিটার বেড়া ছাড়া রয়েছে।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া
সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানায়, মালদার বৈষ্ণবনগরে কাঁটা তারের বেড়া দেওয়ার চেষ্টা শুরু করে বিএসএফ। কিন্তু এতে বাংলাদেশি বাহিনী বিজিবির আপত্তি জানালে নির্মাণকাজ বন্ধ রাখা হয়। এরপর পতাকা বৈঠকের মাধ্যমে বিষয়টি চূড়ান্ত করা হয়।
বিএসএফের সিনিয়র কর্মকর্তারা জানিয়েছেন, সীমান্তে আপাতত বেড়া নির্মাণের প্রয়োজনীয়তা নেই, তাই উত্তেজনা এড়াতে এই কাজ স্থগিত রাখা হয়েছে। তবে, পরিস্থিতি স্বাভাবিক হলে ফের কাজ শুরু হবে।
এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির সদস্যদের গ্রামবাসীদের সঙ্গে পাহারার বিষয়টি উঠে আসে। তবে বিএসএফের কর্মকর্তারা দাবি করেছেন, ওই এলাকায় আপাতত কোনো উত্তেজনা নেই।
ভারতের পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশের ২,২১৬ কিলোমিটার সীমান্তের প্রায় ৫০ শতাংশ অংশে কোনো বেড়া নেই। মালদার ১৭২ কিলোমিটারের মধ্যে ২৭ কিলোমিটার বেড়া ছাড়া রয়েছে।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া