কলকাতার নায়িকাকে নিয়ে ঢাকার পর্দায় মোশাররফ

আপলোড সময় : ১১-০১-২০২৫ ০৫:২১:০১ অপরাহ্ন , আপডেট সময় : ১১-০১-২০২৫ ০৫:২১:০১ অপরাহ্ন
সরকারি অনুদানপ্রাপ্ত ‘বিলডাকিনি’ সিনেমাটি ২০১৯-২০ অর্থবছরে নির্মাণের অনুমোদন পায়। ফজলুল কবীর তুহিনের পরিচালনায় এবং নুরুদ্দিন জাহাঙ্গীরের ব্যতিক্রমধর্মী কাহিনি অবলম্বনে নির্মিত এই সিনেমায় জুটি বেঁধেছেন বাংলাদেশের মোশাররফ করিম ও কলকাতার জনপ্রিয় অভিনেত্রী পার্ণো মিত্র।

অবশেষে সিনেমাটি মুক্তির দিনক্ষণ চূড়ান্ত হয়েছে। আগামী ২৪ জানুয়ারি সিনেপ্লেক্সসহ দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘বিলডাকিনি’। এর আগে শুক্রবার (১০ জানুয়ারি) সিনেমার প্রথম পোস্টার উন্মোচন করেন মোশাররফ করিম। সিনেমার নির্মাতা ও কলাকুশলীরা শুটিং স্পটে ফিরে পোস্টার উন্মোচন এবং মুক্তি উপলক্ষে কেক কেটে উদযাপন করেন।

পোস্টার উন্মোচন অনুষ্ঠানে মোশাররফ করিম বলেন, ‘বিলডাকিনি আমার প্রিয় একটি সিনেমা। এটি আমাদের সমাজের সমস্যা, মানুষের অমানুষ হয়ে ওঠা এবং সেই অমানুষকে মানুষে পরিণত করার গল্প বলে। আমি এতে অভিনয় করে তৃপ্ত। আমার বিশ্বাস, দর্শকরাও এটি উপভোগ করবেন। কারণ, এটি আমাদের গল্প, আমাদের সিনেমা।’

প্রকাশিত পোস্টারে মোশাররফ করিমের সঙ্গে দেখা গেছে পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী পার্ণো মিত্রকে। এর আগে, মোস্তফা সরয়ার ফারুকীর ‘ডুব’ সিনেমার মাধ্যমে বাংলাদেশের চলচ্চিত্রে পা রাখেন পার্ণো।

‘বিলডাকিনি’ সিনেমায় মোশাররফ করিম মানিক মাঝি চরিত্রে অভিনয় করেছেন, আর পার্ণো মিত্র রয়েছেন হানুফা চরিত্রে। অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন শাহাজাহান সম্রাট, লুৎফর রহমান জর্জ, শিল্পী সরকার অপু, রশীদ হারুন, হাবিব মাসুদ, আইনুন নাহার পুতুল, ইউসুফ হাসান অর্ক প্রমুখ।

সিনেমাটি ২০২৪ সালের শুরুর দিকে চিত্রনাট্য চুরির অভিযোগে আলোচনায় আসে। মঞ্জুরুল ইসলাম মেঘ নামে এক ব্যক্তি এই অভিযোগ আনেন, যা নিয়ে ব্যাপক সমালোচনা হয়। তবে নির্মাতারা এই অভিযোগকে ভিত্তিহীন বলে উড়িয়ে দেন।

‘বিলডাকিনি’ দর্শকদের কাছে শুধু একটি সিনেমা নয়, বরং সমাজের বাস্তব চিত্র তুলে ধরার একটি মাধ্যম বলে মনে করছেন এর নির্মাতা ও কলাকুশলীরা। সিনেমাটি প্রেক্ষাগৃহে কীভাবে সাড়া ফেলে, এখন সেটাই দেখার বিষয়।


অফিস :

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. admin@mytvbd.tv