পাকিস্তানে যেতে পেরে ভীষণ খুশি মালালা

আপলোড সময় : ১১-০১-২০২৫ ০৫:২৪:৫৪ অপরাহ্ন , আপডেট সময় : ১১-০১-২০২৫ ০৫:২৪:৫৪ অপরাহ্ন
শান্তিতে নোবেলজয়ী মালালা ইউসুফজাই নারীদের শিক্ষা বিষয়ে সম্মেলনে যোগ দিতে পাকিস্তানে গেছেন। রাজধানী ইসলামাবাদে আয়োজিত দুই দিনব্যাপী সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে অংশ নিচ্ছেন তিনি। ফরাসি বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

নিজ দেশে ফেরার অনুভূতি প্রকাশ করতে গিয়ে মালালা বলেন, ‘পাকিস্তানে ফিরতে পেরে আমি সম্মানিত, অভিভূত ও খুশি।’

ইসলামিক বিশ্বে নারীদের শিক্ষা নিয়ে আয়োজিত এই সম্মেলনে মুসলিম অধ্যুষিত দেশগুলোর প্রতিনিধিরা উপস্থিত হয়েছেন। মালালার আগামীকাল রোববার সম্মেলনে বক্তব্য দেওয়ার কথা রয়েছে।

শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে মালালা লেখেন, ‘আমি মেয়েদের স্কুলে যাওয়ার অধিকার ও সুরক্ষা নিয়ে কথা বলব। পাশাপাশি আফগানিস্তানে নারী ও মেয়েদের অধিকার হরণের ঘটনায় তালেবান নেতাদের কীভাবে জবাবদিহির আওতায় আনা যায়, সে বিষয়েও আলোচনা করব।’

২০১২ সালের পর মালালা মাত্র দুইবার পাকিস্তানে গেছেন। এবার নিয়ে তিনি তৃতীয়বারের মতো নিজ দেশ সফর করছেন।

২০১২ সালে পাকিস্তানের তালেবান জঙ্গিরা স্কুলবাসে হামলা চালিয়ে মালালাকে গুলি করে গুরুতর আহত করে। এরপর তাকে যুক্তরাজ্যে নিয়ে চিকিৎসা দেওয়া হয়। সুস্থ হওয়ার পর থেকেই তিনি মেয়েদের শিক্ষার অধিকার নিয়ে কাজ করে আসছেন। এই কাজের স্বীকৃতি হিসেবে তিনি শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন।

নারীদের শিক্ষা ও অধিকার নিয়ে মালালার কাজ তাকে বিশ্বব্যাপী স্বীকৃতি ও শ্রদ্ধা এনে দিয়েছে। এবার পাকিস্তানে তার উপস্থিতি এবং সম্মেলনে অংশগ্রহণ নারীদের শিক্ষা বিষয়ে গুরুত্বপূর্ণ বার্তা প্রদান করবে বলে আশা করা হচ্ছে।


অফিস :

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. admin@mytvbd.tv