সিরাজগঞ্জে স্কুল শিক্ষিকাকে মারধরের ঘটনায় অভিযুক্ত গ্রেফতার

আপলোড সময় : ১২-০১-২০২৫ ১১:৩০:৫১ পূর্বাহ্ন , আপডেট সময় : ১২-০১-২০২৫ ১১:৩০:৫১ পূর্বাহ্ন
সিরাজগঞ্জের তাড়াশে স্কুল শিক্ষিকা জান্নাতুল ফেরদৌসকে মারধরের ঘটনায় অভিযুক্ত মোশারফ হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১১ জানুয়ারি) রাতে গোপন সংবাদের ভিত্তিতে তাকে তার বাসা থেকে গ্রেফতার করা হয়।

এর আগে ভুক্তভোগী শিক্ষিকা জান্নাতুল ফেরদৌস অভিযুক্ত মোশারফ হোসেনের বিরুদ্ধে থানায় মামলা করেন। অভিযোগের পর থেকে মোশারফকে গ্রেফতারে বিভিন্ন স্থানে অভিযান চালায় পুলিশ।

তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন জানান, গত বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সকালে নলুয়াকান্দী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস নিচ্ছিলেন সহকারী শিক্ষিকা জান্নাতুল ফেরদৌস। এসময় তার সহকর্মী আসমা খাতুনের স্বামী মোশারফ হোসেন বিদ্যালয়ে এসে তুচ্ছ বিষয় নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে তাকে মারধর করেন।

মারধরের কারণে শিক্ষিকা জান্নাতুল ফেরদৌসের মাথা ফেটে রক্তক্ষরণ হয়। তার চিৎকারে বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকরা এগিয়ে এলে মোশারফ দ্রুত স্থান ত্যাগ করেন। পরে আহত শিক্ষিকাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

পুলিশ জানায়, গ্রেফতারকৃত মোশারফ হোসেনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।


 __________________________________________________________

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. news@mytvbd.tv

web: www.mytvbd,www.mytvbd.com