দীর্ঘ সাত বছর পর সঙ্গীহীন জীবন শেষে জনপ্রিয় গায়ক ও অভিনেতা তাহসান রহমান খান দ্বিতীয়বার বিয়ে করেছেন। তার এই বিয়ের পরই সামাজিক যোগাযোগ মাধ্যমে তার প্রাক্তন স্ত্রী রাফিয়াত রশীদ মিথিলার লাইভে কান্নার একটি ভিডিও নিয়ে চর্চা শুরু হয়। তবে এ ঘটনার সত্যতা যাচাই করে জানা গেছে, এটি সম্পূর্ণ মিথ্যা।
তথ্য যাচাইকারী সংস্থা রিউমর স্ক্যানার জানিয়েছে, মিথিলার কান্নার দাবি ভিত্তিহীন। অনুসন্ধানে তারা দেখতে পায়, বিয়ের পর মিথিলা লাইভে এসে কান্না করেননি। বরং তাহসানের বিয়ের দুদিন পর তিনি নিজের ফেসবুক পেজের স্টোরিতে মেয়ে আইরা তেহরীম খানের সঙ্গে হাস্যোজ্জ্বল একটি ছবি শেয়ার করেন।
এ প্রসঙ্গে আলোচিত ভিডিওটি বিশ্লেষণ করে দেখা যায়, এতে মিথিলার কান্নার কোনো দৃশ্য নেই। বরং তাহসান ও তার বর্তমান স্ত্রী রোজা আহমেদের বিয়ের কিছু স্থিরচিত্র এবং মিথিলা ও কন্যা আইরার পুরোনো একটি মিরর সেলফি ভিডিওটিতে যোগ করা হয়েছে। পাশাপাশি ভিডিওতে একটি ভিন্ন ভয়েসে দাবিটি তুলে ধরা হয়, যা ভিত্তিহীন।
রিউমর স্ক্যানারের অনুসন্ধানে আরও জানা যায়, বিষয়টি নিয়ে নির্ভরযোগ্য গণমাধ্যম বা কোনো সংবাদ সূত্রে মিথিলার কান্নার দাবিকে সমর্থন করার মতো প্রমাণ পাওয়া যায়নি।
প্রসঙ্গত, গত ৪ জানুয়ারি যুক্তরাষ্ট্র প্রবাসী মেকওভার আর্টিস্ট রোজা আহমেদকে বিয়ে করেন তাহসান। এর আগে তিনি ২০০৬ সালে মিথিলাকে বিয়ে করেছিলেন। তাদের সংসারে ২০১৩ সালে কন্যাসন্তান আইরা জন্ম নেয়। ২০১৭ সালে তাদের বিবাহবিচ্ছেদ হয়।
২০১৯ সালে মিথিলা ভারতীয় চলচ্চিত্র নির্মাতা সৃজিত মুখার্জিকে বিয়ে করেন। বর্তমানে তিনি তার সঙ্গেই সংসার করছেন।
তথ্য যাচাইকারী সংস্থা রিউমর স্ক্যানার জানিয়েছে, মিথিলার কান্নার দাবি ভিত্তিহীন। অনুসন্ধানে তারা দেখতে পায়, বিয়ের পর মিথিলা লাইভে এসে কান্না করেননি। বরং তাহসানের বিয়ের দুদিন পর তিনি নিজের ফেসবুক পেজের স্টোরিতে মেয়ে আইরা তেহরীম খানের সঙ্গে হাস্যোজ্জ্বল একটি ছবি শেয়ার করেন।
এ প্রসঙ্গে আলোচিত ভিডিওটি বিশ্লেষণ করে দেখা যায়, এতে মিথিলার কান্নার কোনো দৃশ্য নেই। বরং তাহসান ও তার বর্তমান স্ত্রী রোজা আহমেদের বিয়ের কিছু স্থিরচিত্র এবং মিথিলা ও কন্যা আইরার পুরোনো একটি মিরর সেলফি ভিডিওটিতে যোগ করা হয়েছে। পাশাপাশি ভিডিওতে একটি ভিন্ন ভয়েসে দাবিটি তুলে ধরা হয়, যা ভিত্তিহীন।
রিউমর স্ক্যানারের অনুসন্ধানে আরও জানা যায়, বিষয়টি নিয়ে নির্ভরযোগ্য গণমাধ্যম বা কোনো সংবাদ সূত্রে মিথিলার কান্নার দাবিকে সমর্থন করার মতো প্রমাণ পাওয়া যায়নি।
প্রসঙ্গত, গত ৪ জানুয়ারি যুক্তরাষ্ট্র প্রবাসী মেকওভার আর্টিস্ট রোজা আহমেদকে বিয়ে করেন তাহসান। এর আগে তিনি ২০০৬ সালে মিথিলাকে বিয়ে করেছিলেন। তাদের সংসারে ২০১৩ সালে কন্যাসন্তান আইরা জন্ম নেয়। ২০১৭ সালে তাদের বিবাহবিচ্ছেদ হয়।
২০১৯ সালে মিথিলা ভারতীয় চলচ্চিত্র নির্মাতা সৃজিত মুখার্জিকে বিয়ে করেন। বর্তমানে তিনি তার সঙ্গেই সংসার করছেন।